• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীর্ষস্থান হারালেন বাবর আজম

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩০
বাবর আজম
বাবর আজম (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন পাক ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ককে সরিয়ে ব্যাটসম্যান তালিকার শীর্ষ স্থান দখল করেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষে নতুন র‍্যাংকিং তালিকা প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অজিদের বিপক্ষে দূর্দান্ত ব্যাটিং করে শীর্ষস্থান দখল করেন মালান।

সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মালান। ৩ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিসহ ১২৯ রান করেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কারস্বরূপ র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষে উঠলেন বাঁ-হাতি এ ব্যাটসম্যান। তাকে জায়গা দিতে দ্বিতীয়স্থানে নেমে গেছেন বাবর। মালানের রেটিং ৮৭৭। অন্যদিকে বাবরের রেটিং ৮৬৯। বাবরের চেয়ে ৮ রেটিং পয়েন্টে এগিয়ে আছেন মালান।

গত বছরের নভেম্বরে টি-টুয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকার দ্বিতীয় স্থানে উঠেছিলেন মালান। এবার প্রথমবারের মতো শীর্ষে উঠলেন তিনি।

মালান ছাড়াও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদের। এছাড়া অস্ট্রেলিয়ার রিচি রিচার্ডসন, অ্যাস্টন আগার ও মিচেল স্টার্কও র‍্যাংকিংয়ে এগিয়েছেন।

সিরিজে ৭২ রান করে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠে এসেছেন বেয়ারস্টো। ব্যক্তিগত কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টুয়েন্টি খেলেননি বাটলার। ২ ইনিংসে ১টি হাফসেঞ্চুরিসহ ১২১ রান করেছেন বাটলার। ১২ ধাপ এগিয়ে ৪০ থেকে ২৮ নম্বরে উঠে এসেছেন তিনি।

মালানের পর সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৩ ম্যাচে ব্যাট করে ১২৫ রান করেন তিনি। ফলে নিজের তিন নম্বর স্থান ধরতে রাখতে সক্ষম হন এ অজি অধিনায়ক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড