• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে এবার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দেখছেন কোহলি

  ক্রীড়া ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯
ছবি : সংগৃহীত

প্রায় ছয় বছর পর আইপিএল সরে গেছে ভারতের বাইরে। করোনাভাইরাসের কারণে পুরো টুর্নামেন্টের ভেন্যু ঠিক করা হয়েছে আরব আমিরাতকে। আমিরাতে তিনটি ভেন্যুতেই হবে আইপিএলের ১৩তম আসরের পুরো ৬১টি ম্যাচ। যার ফলে এবার আর দেখা যাবে না বরাবরের মতো হোম এন্ড এওয়ে ম্যাচের লড়াই।

তবে এটিকেই অবশ্য ভালো দিক হিসেবে ধরছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি। তার মতে এখন হোম এন্ড এওয়ে না থাকায় ভ্রমণজনিত ক্লান্তি আসবে কম এবং তিনটি মাঠেই সব ম্যাচ হওয়ায় সব দলের জন্য থাকবে সমান সুযোগ।

আরসিবি টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘আইপিএলে বড় চ্যালেঞ্জ ছিল লাগাতার ভ্রমণ করা। ব্যাগ গুছিয়ে দুই ম্যাচ, তিন ম্যাচের ছুটতে হতো আবার ফিরে এসে আরও দুই-তিন ম্যাচ খেলতে হতো। এটা খুবই ঝামেলার। কিন্তু এবার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। শুধু তিন মাঠে খেলা হবে তাই সবাই কন্ডিশনের ব্যাপারে সমান ধারণা পাবে। হোম-এওয়ে সুবিধার বদলে লড়াইটা এখন সমতায় চলে এসেছে। এ কারণে এবার প্রতিদ্বন্দ্বিতাও হবে বেশি।’

বরাবরের মতো আইপিএলের এবারের মৌসুম নিয়েও আশাবাদী ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলি। এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি ব্যাঙ্গালুরু। সর্বোচ্চ সাফল্য ২০১৬ সালের আসরে রানার্সআপ হওয়া। সেবার আইপিএলের রেকর্ড ৯৭৩ রান করেছিলেন কোহলি।

তার মতে, ব্যাঙ্গালুরুর এবারের দলটি ২০১৬ সালের মতোই ভারসাম্যপূর্ণ। কোহলির ভাষ্য, ‘আমাদের দলে অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টির জন্য প্রয়োজনীয় স্কিনের দারুণ এক ভারসাম্য রয়েছে। দলের ইয়ংস্টাররা দায়িত্ব নিতে মুখিয়ে আছে। এখন দেখার বিষয়ে আমরা কিভাবে তাদের সুযোগ করে দিতে পারি। সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।’

‘আমি যেমনটা বলেছি, ২০১৬ সালের আসরটা আমরা সবাই উপভোগ করেছি, খুবই স্মরণীয় একটা টুর্নামেন্ট ছিল। সত্যি বলতে, এরপর এবারই প্রথম একটা ভারসাম্যপূর্ণ দল পেয়েছি মনে হচ্ছে। একটা দল হিসেবে আমরা ভালোভাবেই এগুচ্ছি, সব ব্যবস্থাপনাও দারুণ। এখন দেখার বিষয় মাঠে কতোটা দিতে পারি আমরা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড