• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে আবারও করোনার হানা

  ক্রীড়া ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২
আইপিএল
আইপিএল (ছবি: সংগৃহীত)

আবারও হোঁচট খেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্ট শুরু আগেই রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের পর এবার দিল্লি ক্যাপিটালসে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

দিল্লি ক্যাপিটালসের সহকারী ফিজিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালসের কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ফিজিওকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং তিনি দলের কোনো সদস্যের সঙ্গে সংযোগে নেই বলে নিশ্চিত করেছে দ্য দিল্লি ক্যাপিটালস। তবে করোনা আক্রান্ত ফিজিও’র নাম প্রকাশ করা হয়নি।

ক্লাবটির ফিজিও স্বতন্ত্রভাবে এই সপ্তাহের শুরুতে আইপিএলের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তার আগে তিনি দু’বার করোনা টেস্ট করান এবং দু’বারের ফলাফল নেগেটিভ আসে। তবে তৃতীয়বারের ফল আসে পজিটিভ।

দ্য ক্যাপিটালস আইপিএলের তৃতীয় দল, যাদের শিবিরে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল।

এর আগে সংযুক্ত আরব আমিরাত সফরের আগে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ক্যাম্পেও হানা দিয়েছিল কোভিড-১৯।

এবারের আসরে দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। ম্যাচটি দুবাইয়ে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড