• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার মাঝে ২৭ জুলাই খুলছে প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডো

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০২০, ২০:১০
প্রিমিয়ার লিগ
করোনার মাঝে ২৭ জুলাই খুলছে প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডো (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝে দশ সপ্তাহের জন্য খোলা থাকবে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডো। আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা অনুমতি দিলেই কেবল এটি কার্যকর হবে।

প্রিমিয়ার লিগ ও ইএফএল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আন্তর্জাতিক রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হলেও ঘরোয়া ফুটবলে খেলোয়াড় কেনা-বেচা চালু থাকবে ৫ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ে প্রিমিয়ার লিগ ক্লাবগুলো কেবল ইএফএল ক্লাবগুলোর সঙ্গে ফুটবলার ধার বা স্থায়ী রেজিস্ট্রেশনের বাণিজ্য করতে পারবে। তবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে কোনো ফুটবলার ট্রান্সফার করা যাবে না।

ইএফএল আরও জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ক্লাব নতুন কেনা ফুটবলারদের ২০২০-২১ মৌসুম শুরুর আগে মাঠে নামাতে পারবে না।

২০২০-২১ মৌসুম শুরুর সূচি এখনো ঠিক হয়নি। তবে নতুন মৌসুম শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে ১২ সেপ্টেম্বর। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শুরু হবে খেলা।

আরও পড়ুন : জমে উঠেছে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াই

তবে কমিয়ে আনা হবে ম্যাচ ডে। এর প্রভাব পড়বে সংশ্লিষ্ট কাপ প্রতিযোগিতায়। ফলে বিষয়টি দুশ্চিন্তায় ফেলেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও ইএফএল’কে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড