• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমে উঠেছে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াই

  ক্রীড়া ডেস্ক

১৪ জুলাই ২০২০, ১৮:০৬
গোল্ডেন বুট
গোল্ডেন বুট (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝে বেশ জমে উঠেছে এবারের মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াই। এখন পর্যন্ত শীর্ষে থাকা রবার্ট লিওয়ানদোস্কির থেকে মাত্র ছয় গোল দুরে রয়েছেন জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ল্যাজিওর হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো সিরো ইমোবিলও এই তালিকায় অনেকটাই এগিয়ে আছেন।

বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ পারফর্ম করা লিওয়ানদোস্কি সব ধরনের প্রতিযোগিতায় সর্বমোট ৩৪ গোল করে এই তালিকায় শীর্ষে অবস্থান করছেন। কিন্তু যেহেতু বুন্দেসলিগা মৌসুম শেষ হয়ে গেছে সে কারণে তিনি সিরি-এ লিগের দুই খেলোয়াড় রোনালদো ও ইমোবিলের থেকে তার গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারছেন না।

অন্যদিকে লা লিগায় আর মাত্র দুই রাউন্ডের ম্যাচ বাকি রয়েছে। সে কারণে পোলিশ তারকার থেকে ১১ গোল পিছিয়ে থাকা বার্সেলোনা তারকা লিওনেল মেসি টানা চতুর্থবারের মত ইউরোপিয়ান গোল্ডেন বুট যে পাচ্ছেন না তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

একনজরে দেখে নিন গোল্ডেন বুট র‌্যাঙ্কিং :

১. রবার্ট লিওয়ানদোস্কি, ৩৪ গোল, ৬৮ পয়েন্ট ২. সিরো ইমোবিল, ২৯ গোল, ৫৮ পয়েন্ট ৩. ক্রিশ্চিয়ানো রোনালদো, ২৮ গোল, ৫৬ পয়েন্ট ৪. টিমো ওয়ার্নার, ২৮ গোল, ৫৬ পয়েন্ট ৫. আর্লিং হারলান্ড, ২৯ গোল, ৫০ পয়েন্ট

আরও পড়ুন : ক্যারিবীয়দের ঝুড়িতে অবিশ্বাস্য রেকর্ড!

৬. শন ওয়েইসম্যান, ৩০ গোল ৪৫ পয়েন্ট ৭. লিওনেল মেসি, ২২ গোল, ৪৪ পয়েন্ট ৮. জেমি ভার্ডি, ২২ গোল ৪৪ পয়েন্ট ৯. রোমেলু লুকাকু, ২০ গোল, ৪০ পয়েন্ট ১০. পিয়েরে এমেরিক-অবামেয়াং, ২০ গোল ৪০ পয়েন্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড