• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিট ও প্রস্তুত হয়ে অনুশীলনে ফেরার অপেক্ষায় টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

১৩ জুলাই ২০২০, ১৬:৩৫
অনুশীলন
ফিট ও প্রস্তুত হয়ে অনুশীলনে ফেরার অপেক্ষায় টাইগাররা (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবের মাঝে গত কয়েক মাস থেকেই বন্ধ রয়েছে ঘরোয়া ক্রিকেট। এই একই কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা কবে ফিরবে তার কোনো ঠিক নেই। বাধ্য হয়েই ঘরে থেকেই সময় পার করতে হচ্ছে ক্রিকেটারদের। তবে এই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী ক্রিকেটাররা নিজেদের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন। তাই ক্রিকেটাররাও ফিট রয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের ফিট থাকার বিষয়টি জানিয়েছে বিসিবি। মহামারির এই কঠিন সময়ে ক্রিকেটারদের সঙ্গে কোচদের নিয়মিত অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেকনিক্যাল সভার আয়োজন করছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। টাইগারদের টেস্ট ও সাদা বলের ব্যাটসম্যানের পাশাপাশি অন্যান্য পেস বোলাররা, হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং অন্যান্য জাতীয় কোচ সবার সঙ্গেই আলাদা করে সেশন করছেন।

এই বিষয় নিয়ে টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমরা সবাই দ্রুততম সময়ের মধ্যে মাঠে ফিরে যেতে চাই। একজন ক্রিকেটারের জন্য অনুশীলন করতে না পারা ও খেলতে না পারার চেয়ে হতাশার আর কিছুই হতে পারে না। সেজন্যই সভাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা কিনা আমাদের ক্রিকেটের প্রতি মনোযোগী থাকতে সাহায্য করবে।’

আরও পড়ুন : সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

তিনি আরও বলেন, ‘সিনিয়র, জুনিয়র সকল সদস্যই এই সভায় বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং সতীর্থ ও কোচদের সঙ্গে তাদের আইডিয়াগুলো শেয়ার করছেন। এখানে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরে সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া এখানে আমাদের টেস্ট পারফরম্যান্স ও বিশ্লেষণ করা হয়েছে এবং আমরা আলোচনা করেছি যে কি করে সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিখতে পারি। আমি বিশ্বাস করি সকলেরই এখন নিজের জন্য যথেষ্ট সময় আছে। এ সময়ে সবাই সবার খেলা নিয়ে আরও স্বচ্ছ ভাবে ভাবতে পারবে এবং বুঝতে পারবো যে আমাদের কি করা উচিত ও কি করা উচিত নয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড