• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ব্রডের হতাশা আমাদের জন্য ইতিবাচক’

  ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০২০, ১২:২৮
জেমস অ্যান্ডারসন (ছবি : সংগৃহীত)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের জায়গা পাওয়া নিয়ে আগে থেকেই অনিশ্চিয়তা ছিল।

গত বছর দারুণ বোলিং করা ব্রড সাউদাম্পটনে প্রথম টেস্টে সুযোগ পাননি। এরপরই তিনি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে ব্রডের এই রাগকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তার দীর্ঘদিনের বোলিং সঙ্গী ৩৭ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন।

করোনাভাইরাস বিরতির পর এই টেস্ট দিয়েই ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এই ম্যাচে অভিজ্ঞ ব্রডের জায়গা না পাওয়াটা অনেকের চোখে ভালো লাগেনি। যদিও অ্যান্ডারসনের মতে, এতে স্পষ্ট হয়েছে ইংলিশ বোলিং আক্রমণের গভীরতা। তাছাড়া ব্রডের ক্ষোভ প্রমাণ করে দিচ্ছে তিনি একাদশে থাকতে কতটা মরিয়া।

অ্যান্ডারসন বলেন, ‘ব্রড বাদ পড়ায় হতাশ ও ক্ষুব্ধ, তবে এটাতে স্পষ্ট বোঝা যায় আমাদের বোলিং লাইনআপ কতটা শক্তিশালী। বাদ পড়ে ব্রডের হতাশা বরং এই কারণে ইংল্যান্ডের জন্য ভালো ব্যাপার।’ তিনি বলেন, ‘ব্রড দলের সঙ্গে থাকতে এবং আমাদের সাফল্যের সঙ্গী হতে মরিয়া। যেটা আমাদের পুরো দলের জন্য ইতিবাচক ব্যাপার।’

সাউদাম্পটন টেস্ট থেকে বাদ পড়ে নির্বাচকদের সিদ্ধান্ত বুঝতে কষ্ট হয়েছে ব্রডের। ডান-হাতি পেসার নিজের সব রাগ-ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্কাই স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘দুইদিন আমার কাছে ভীষণ কষ্টের মনে হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড