• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা লিগ দিয়েই দেশে ক্রিকেট শুরু হবে

  ক্রীড়া ডেস্ক

১১ জুলাই ২০২০, ১০:৪৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, আমরা আশা করছি করোনা পরিস্থিতি উন্নতি হলে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই দেশে ক্রিকেট শুরু হবে। বিসিবি সভাপতিও বিভিন্ন বৈঠকে এমনটি জানিয়েছেন।

ঢাকা লিগ শুরুর ব্যাপারে সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) একটি বৈঠকে যোগদেন কাজী ইনাম আহমেদ।

অনুষ্ঠান শেষে তিনি বলেন, জাতীয় দলের বেশ কয়জন ক্রিকেটার ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। ডিপিএল ফের শুরুর সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি। তবে এই মুহুর্তে তারিখ নির্ধারন করা সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি হলে ১৫ দিনের সংক্ষিপ্ত নোটিশেই খেলা শুরুর জন্য প্রস্তুত থাকতে হবে ক্লাবগুলোকে।

মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে ডিপিএলের মাত্র দুই রাউন্ড খেলা হয়। তবে পরিস্থিতি ভালো হলে বিকেএসপি এবং কক্সবাজারে খেলা হবে। এমনটি জানান সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে খেলা চালানোর জন্য উপযুক্ত ভেন্যু আমার মতে বিকেএসপি বা কক্সবাজার। এই দুটি স্থানেই কেবল খেলোয়াড় ও কর্মকর্তাদের কঠিনভাবে আইসোলেশনসহ আবাসনের সুযোগ আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড