• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে করোনায় আক্রান্ত ১০ ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

২৩ জুন ২০২০, ২০:৪৮
পাকিস্তানে করোনায় আক্রান্ত ১০ ক্রিকেটার
পাকিস্তানি খেলোয়াড়রা (ছবি : দ্য ডন)

সকালে খবর ছিল তিনজন আর রাত হতে হতে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ইংল্যান্ড সফরের দলে থাকা পাকিস্তানের আরও সাত ক্রিকেটারের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ইংল্যান্ড সফরের দিনক্ষণ জানিয়ে দেওয়ার পর বড় ধাক্কাই খেয়ে চলেছে পাকিস্তান। সফরের দলে থাকা ২৯ ক্রিকেটারের প্রথম দফা করোনা পরীক্ষায় দশ জনের পজিটিভ ফল বিস্ময়েরই। আঘাত এসেছে কোচিং স্টাফেও। কয়েকজনের ফল আসার অপেক্ষাও আছে।

কোভিড-১৯ শনাক্ত স্কোয়াডের প্রথম তিন ছিলেন- শাদাব খান, হায়দার আলি, হারিস রউফ। তাদের ইংল্যান্ডের বিমানে চড়া অনিশ্চিত হয়ে পড়ার মাঝেই আরও সাত সতীর্থের দুঃসংবাদ শুনতে হল।

নতুন শনাক্তরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমরান খান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ।

কোচিং স্টাফের একজনের সংক্রমণের খবরও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরুর তিন শনাক্তের ব্যাপারে বোর্ডটি জানিয়েছিল, সকলে সুস্থ আছেন। তাদের শরীরে কোনো উপসর্গও নেই। ১৪ দিনের আইসোলেশনে থাকবেন সংক্রমিতরা।

আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি–টুয়েন্টির সিরিজ খেলার সূচি পাকিস্তানের। সফরের জন্য ২৮ জুন রওনা হওয়ার কথা তাদের। সেখানে পৌঁছে প্রথমে কোয়ারেন্টিনে থাকবে দল। এরপর নেমে পড়বে অনুশীলনে।

আরও পড়ুন : সিএমএইচে গেলেন মাশরাফি

যাওয়ার আগে স্কোয়াডের খেলোয়াড়–কোচদের পরীক্ষা করাচ্ছে পিসিবি। দুদফা হবে টেস্ট। প্রথম দফায় ইমাদ ওয়াসিম ও উসমান শেনওয়ারির ফল নেগেটিভ এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড