• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়নস লিগ 

  ক্রীড়া ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ২৩:৫৫
ফাইল ছবি
ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল আগেই। এবার নকআউট পর্বে বাকি থাকা রাউন্ডগুলোও স্থগিত হয়ে গেল।

আজ (বুধবার) চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোপা লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

করোনাভাইরাসের কারণে বেলারুশ বাদে ইউরোপের সব ঘরোয়া লিগ বন্ধ। কবে শুরু হবে সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে মৌসুম বাঁচিয়ে রাখতে উয়েফা সব প্রতিযোগিতা পিছিয়ে নিয়েছে ৫৫ সদস্য দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে। দুই সপ্তাহ আছে ভিডিও কনফারেন্সে তারা ইউরো এক বছর পিছিয়ে দিয়ে চলতি মৌসুম শেষ করার সময় নির্ধারণ করে ৩০ জুন। করোনার কারণে এই সময়ের মধ্যেও যদি লিগ শেষ করা না যায়, সেজন্য আরও কিছু সময় রেখে দিচ্ছে উয়েফা। তাদের মূল লক্ষ্য ২০১৯-২০ মৌসুম টিকিয়ে রাখার। সেজন্য জুনের ইউরো বাছাইয়ের প্লে-অফ ও সব আন্তর্জাতিক প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। যাতে ফাঁকা স্টেডিয়ামে খেলেও যদি ঘরোয়া মৌসুমের বাকি রাউন্ড শেষ করা যায়। চ্যাম্পিয়নস লিগও বন্ধ রাখা হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই শেষ ষোলোতে এসে আটকে গেছে। করোনার কারণে স্থগিত হওয়ার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ, প্যারিস সেন্ত জার্মেই, আরবি লাইপজিক ও আতালান্তা। দ্বিতীয় লেগ খেলার অপেক্ষায় আছে বার্সেলোনা-নাপোলি, ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিওঁ ও বায়ার্ন মিউনিখ-চেলসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড