• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্কে বদলে গেল অশ্বীনের নাম

  ক্রীড়া ডেস্ক

২৪ মার্চ ২০২০, ১৯:১০
ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বীন
ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বীন (ছবি : সংগৃহীত)

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাস ঠেকাতে গৃহবন্দি থাকা ছাড়া আপাতত কোনো রাস্তা খোলা নেই মানুষের সামনে। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করতে নিজের টুইটারে নাম বদলে ফেলেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পিনার রবীচন্দ্রন অশ্বীন। টুইটারে নিজের নাম বদলে দিয়েছেন, 'লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া'। যার অর্থ 'ভারতবাসী চলো ঘরেই থাকি'।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮০টির মতো শহর লকডাউন করেছে ভারত। ১৪ ঘণ্টা জনগণকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে 'জনতা কারফিউ'। এনডিটিভির খবর অনুযায়ী, দেশটিতে ৪৯০ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে ভারত যথা সময়ে লকডাউন ও জনতা কারফিউ ডেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন অশ্বীন।

এর আগে অশ্বীন এক টুইটে লেখেন, 'সঠিক এবং সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ভীতিকর তথ্য মিলিয়ে যা মনে হচ্ছে, আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুই সপ্তাহ ভারতের প্রত্যেকটি অঞ্চল নির্জন রাখা উচিত। অন্যথায় বিপর্যয় নেমে আসতে পারে।' এরপর অশ্বীন আরও একটি টুইট করেন, 'মনে রাখতে হবে আমরা খুবই ঘনবসতিপূর্ণ দেশ। তারপরও আমাদের দেশের অনেক মানুষের কাছে ঠিকমতো তথ্য পৌঁছায় না।'

তার আগে জনতা কারফিউয়ের প্রশংসা করে অশ্বীন বলেন, 'অবিশ্বাস্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পিনপতন নীরবতা। আশা করছি সামনেও এটা এমনই থাকবে। এছাড়া সামনের দিনগুলোতে লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে।'

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড