• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার বানানোর পদ্ধতি জানালেন সাব্বির

  ক্রীড়া ডেস্ক

২৩ মার্চ ২০২০, ২৩:১৭
সাব্বির ও তার স্ত্রী
সাব্বির ও তার স্ত্রী (ছবি : সংগৃহীত)

করোনা আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। পৃথিবী যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। করোনার থাবায় প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।

এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী হ্যান্ডওয়াশ, অ্যান্টিসেপ্টিক, হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ডিরাবের মূল্য বাড়িয়ে দিয়েছেন। আবার আরেকদল মজুদ করে রেখে ক্রেতাদের বলছেন পণ্য নেই। ছাত্র ইউনিয়ন ইতোমধ্যেই দেশব্যাপী নিজেদের সামর্থ্য অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিক্রয় করছে।

এবার মানুষকে হ্যান্ড স্যানিটাইজার বানানো শেখানোর মিশনে নামলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাব্বির লিখেছেন, ইতোমধ্যে দেশের সব এলাকায় হ্যান্ড স্যানিটাইজার সংকট পড়েছে। কোথাও পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার বানানোর পদ্ধতি দেয়া হলো :

প্রতি ১ লিটার বা ১০০০ মিলি দ্রবণের জন্য

১. একটি বড় বোতলে ৭৫০ মিলি আইসোপ্রোপাইল এলকোহলে (IPA) ২ মিলি হাইড্রোজেন পার অক্সাইড(H2O2) মিশিয়ে দিতে হবে। এলকোহল উদ্ধায়ী, তাই সব সময় ছিপি বা কর্ক আটকে রাখতে হবে।

২. এরপর এই মিশ্রণে ১৫ মিলি গ্লিসারিন মিশ্রিত করতে হবে

৩. এরপর এই সব মিশ্রণে ২৩০/২০০ মিলি পানি (ডিসটিলড ওয়াটার) মেশাতে হবে।

মূল স্যানিটাইজার বানানোর কাজ শেষ।

৪. সর্বশেষ ধাপে, এলকোহলের গন্ধ না ছড়ানোর জন্য এতে ২৫/৩০ মিলি সুগন্ধি কোনো আতর বা পারফিউম মেশাতে পারেন

★ সকল মিশ্রণ জারের ছিপি আটকিয়ে ২৪ ঘণ্টা রেখে দিয়ে তারপর ব্যবহার করা ভালো।

★ এলকোহল ব্যতীত সব জিনিস ফার্মেসিতে পাবেন, এলকোহল পাবেন ক্যামিকেলের দোকানে।

★ গ্লিসারিনের বদলে এলোভেরার জেল ব্যবহার করতে পারেন, আর আইসোপ্রোপাইল এলকোহলের বদলে ইথানল ব্যবহার করতে পারেন।

★ পানি, অ্যালকোহল এসবের পরিমাণ সামান্য কম বেশি হতে পারবে। আর ঘন করতে চাইলে গ্লিসারিন বেশি দেবেন।

★ চট্টগ্রামে বা ঢাকায় উপকরণ জোগাড় করাটা সহজ, চট্টগ্রামে খাতুনগঞ্জে পাবেন এলকোহল।

বি: দ্র: হ্যান্ড স্যানিটাইজারের মতই কার্যকরী আরেকটি জিনিস হল কাপড় কাচার সাবান। এটার তীব্র ক্ষার করোনার জীবাণুর চর্বির আস্তরণকে ভেঙে ফেলে। তাই এটিও ব্যবহার করুন যদি স্যানিটাইজার না পান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড