• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২-২ সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ 'এ'

  অধিকার ডেস্ক    ১১ আগস্ট ২০১৮, ০০:৫৫

পঞ্চম ওয়ানডে ম্যাচের একটি মুহূর্ত

আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের অানঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। পরের তিন ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশ 'এ'। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটের জয় পেয়েছে আইরিশরা। ফলে ২-২ সমতায় শেষ হলো সিরিজ।

শুক্রবার পঞ্চম আনঅফিসিয়াল ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৩ রান করেছে সফরকারী বাংলাদেশ 'এ'।

আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক মুমিনুল এ ম্যাচেও রান পেয়েছেন। ৬২ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। দলের হয়ে এদিন হাফসেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ।

মিঠুন ৭৩ বলে ৭৩ রান করেছেন ৯ চারে। মাহমুদ শেষদিকে রানের গতি বাড়িয়েছেন আগ্রাসী ব্যাটিং করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তার ব্যাট থেকে। ৬৩ বলের ঝড়ো ইনিংসে ৭টি চার মেরেছেন তিনি।

আয়ারল্যান্ডের পিটার চেজ ৫ উইকেট নিয়েছেন ৪২ রানে। এছাড়া একটি করে উইকেট গেছে গ্রাহাম কেনেডি, সিমি সিং ও জোনাথান গার্থের ঝুলিতে।

টাইগারদের দেয়া ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানের মাথায় উদ্ভোধনী জুটি ভাঙ্গে। তবে দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ১৯৭ রানের বড় জুটি গড়েন অ্যান্ডি ম্যাকব্রাইন ও ওপেনার বালবির্নি। এতেই জয়ের পথে অনেকটা এগিয়ে যায় তারা।

ব্যাক্তিগত ৮৯ রান করে ম্যাকব্রাইনের আউট হলে দলের হাল ধরেন অ্যান্ড্রো বালবির্নির। ১৪৪ বলে ১৮ চার আর ২ ছক্কায় ১৬০ রানে অপরাজিত থাকেন বালবির্নির। তার ব্যাটিংয়েই ২০ বল বাকি থাকতেই জিতে যায় আয়ারল্যান্ড 'এ' ।

এর আগে বাতিল হওয়া প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড 'এ' দলকে ৮৭ রানে হারায় বাংলাদেশ 'এ’দল। তৃতীয় ম্যাচে আবার ৩৪ রানে জিতে স্বাগতিকরা। রান বন্যার চতুর্থ ম্যাচে টাইগাররা জিতেছিল ৮৫ রানে। শেষ ম্যাচে ৮ উইকেট হাতে রেখে জয় নিয়ে সিরিজ সমতায় শেষ করে আয়ারল্যান্ড 'এ' দল।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ 'এ' : ২৮৩/৮ (৫০ ওভার) (মিজানুর ২০, জাকির ১০, মুমিনুল ৪৬, নাজমুল শান্ত ১৫, মিঠুন ৭৩, মাহমুদ ৭৪, আল-আমিন ২২, সাইফউদ্দিন ৭, সানজামুল ২*, শরিফুল ২*; ম্যাকব্রাইন ০/৪১, কেনেডি ১/৪৫, চেজ ৫/৪২, ডেলানি ০/৫৭, সিমি ১/৪৩, গার্থ ১/৫৪)

আয়ারল্যান্ড 'এ' : ২৮৫/২ (৪৬.৪ ওভার) (অ্যান্ড্রো বালবির্নি ১৬০*, অ্যান্ডি ম্যাকব্রাইন ৮৯, সিমি সিং ২০; শরিফুল ১/৪৫, সানজামুল ১/৫৬)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড