• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমবাপের হ্যাটট্রিকে ফাইনালে পিএসজি

  ক্রীড়া ডেস্ক

০৫ মার্চ ২০২০, ১০:১২
কিলিয়ান এমবাপে
লিঁওর মাঠে হ্যাটট্রিক করেন এমবাপে (ছবি : সংগৃহীত)

সেমিফাইনালে লিঁওকে বিধ্বস্ত করে ফ্রান্স কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠে ম্যাচের শুরুতে লিড নিয়েছিল লিঁও। তবে দ্রুত গোল শোধ করে সমতায় ফেরে পিএসজি।

বিরতির পর ডি বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে ফার্নান্দো মারকাল দ্বিতীয় হলুদকার্ড পান। এটাই ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। কারণ দুই হলুদকার্ডের কারণে লালকার্ড পান মারকাল। এতে ১০ জনের দলে পরিণত হয় লিঁও। এই সুযোগের পুরো সদ্ব্যবহার করে প্যারিসের ক্লাবটি। গুণে গুণে আরও চার গোল আদায় করে তারা। ৫-১ গোলের বড় জয়ে পিএসজি ২৪ এপ্রিলের ফাইনাল মঞ্চের টিকিট কেটে নেয়।

অথচ প্রথমার্ধ পর্যন্ত ১-১ সমতায় ছিল লিঁও-পিএসজি। ১১ মিনিটে লিঁও গোল করলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। তিন মিনিট পরই এমবাপে গোল করেন পিএসজির হয়ে। তবে মারকালের লালকার্ডের পরই বদলে যায় ম্যাচের চিত্র। ৬৪ মিনিটে স্পটকিকে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এরপর ৭০ মিনিটে একক চেষ্টায় গোল করেন এমবাপে। ১০ জনের দল হওয়ায় লিঁওর আক্রমণের গতিও কমে যায়। শেষ মুহূর্তে সারাবিয়া ও এমবাপে আরও দুই গোল করেন লিঁওর বিপক্ষে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড