• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোনালদো রোগে আক্রান্ত মেসি

  ক্রীড়া ডেস্ক

০৪ মার্চ ২০২০, ১৬:৩৯
মেসি ও রোনালদো
মেসি ও রোনালদো (ছবি : সংগৃহীত)

ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের চেয়েও রোনালদোর শূন্যতা বেশি অনুভব করছেন লিওনেল মেসি। রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্তাসে চলে যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আসলে মেসির!

এল ক্লাসিকোর পরিসংখ্যানই বিষয়টি স্পষ্ট করছে। মেসি সম্প্রতি লিগে টানা ৪ ম্যাচে গোল করতে না পারায় বেশ সমালোচিত হন। সেই মেসি সর্বশেষ ৫টি এল ক্লাসিকোতে গোল করতে পারেননি। অর্থাৎ রোনালদো পরবর্তী সময়ে ৫টি এল ক্লাসিকোতে খেললেও গোল করতে ব্যর্থ বার্সেলোনার আর্জেন্টাইন তারকা।

অথচ রিয়াল মাদ্রিদ তার অন্যতম প্রিয় প্রতিপক্ষ। এল ক্লাসিকোর ইতিহাসে গোলের প্রায় সব রেকর্ডই মেসির দখলে। রিয়াল-বার্সার মর্যাদার এই দ্বৈরথে সর্বোচ্চ ২৬টি গোল করেছেন মেসি। এর মধ্য লা লিগার এলক্লাসিকোতে ১৮টি গোলের মালিক বার্সেলোনা অধিনায়ক।

সেই মেসি কিনা সবশেষ ৫টি এল ক্লাসিকোতেই গোল করতে পারেননি। ২০১৮ সালের জুলাইতে রিয়াল ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলে মোট ৬ বার একে অন্যের মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এরমধ্যে ২০১৮-১৯ মৌসুমে লিগের প্রথম এল ক্লাসিকোটিতে চোটের কারণে খেলতে পারেননি মেসি। তাকে ছাড়াই ন্যু ক্যাম্পে বার্সেলোনা ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়ালকে। যে হারের কারণে চাকরি হারান রিয়ালের তৎকালীন কোচ জুলিয়েন লোপেতেগুই। মেসি এল ক্লাসিকোতে সর্বশেষ জোড়া গোল করেছিলেন ২০১৬-১৭ মৌসুমে। রোনালাদোর উপস্থিতিতেই নিজের দল বার্সেলোনাকে ৩-২ গোলের নাটকীয় জয় এনে দেন আর্জেন্টাইন তারকা।

এরপর ২০১৭ সালের স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগেও রোনালদোর উপস্থিতিতে গোল করেন মেসি। তবে দ্বিতীয় লেগে গোলের দেখা পাননি বার্সা স্ট্রাইকার। বিস্ময়কর হলো, সেই দ্বিতীয় লেগটি রোনালদো মিস করেছিলেন নিষেধাজ্ঞার কারণে। মানে রোনালদোর অনুপস্থিতিতে সুপার কাপের সেই এল ক্লাসিকোতে মেসিও ছিলেন নিষ্প্রভ।

আরও পড়ুন :-নেশনস লিগের ড্র, মৃত্যুকূপে পর্তুগাল

গত রবিবারের এল ক্লাসিকোতে রোনালদো অবশ্য মাঠেই ছিলেন। দীর্ঘ ৯টি বছর যে রোমাঞ্চ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, সেই এল ক্লাসিকোর রোমাঞ্চটা একটু চেখে দেখতে ইতালি থেকে উড়ে এসেছিলেন মাদ্রিদে। কিন্তু তিনি খেলা দেখেছেন বার্নাব্যুর গ্যালারিতে বসে। যেহেতু রোনালদো বুট পায়ে মাঠে নামেননি, মেসিও তাই গোল করার অনুপ্রেরণা খুঁজে পাননি! বরং পুরো ম্যাচেই বিবর্ণ ছিলেন ৬ বারের ব্যালন ডি’অর জয়ী।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড