• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে সেরা বোলিং রিতু মনির

  ক্রীড়া ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০
রিতু মনি
রিতু মনি (ছবি : সংগৃহীত)

২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পান্না ঘোষ ৪ ওভার বল করে ১৮ রানে নিয়েছিলেন ৩ উইকেট। যা ছিল নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের সেরা বোলিং ফিগার। এবার পান্নার এই কীর্তি নিজের করে নিলেন মিডিয়াম পেসার রিতু মনি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মাটিতে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন রিতু মনি। যা নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার।

শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে আজ পর্যন্ত এটাই সেরা বোলিং ফিগার। ২১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারতের পুনম যাদব ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। সেটাকে টেক্কা দিয়ে আজ রিতু মনি নিলেন ১৮ রানে ৪ উইকেট।

আরও পড়ুন : এবার নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

রিতু মনির এমন কীর্তির দিনে অবশ্য জয় উল্লাস করতে পারেনি বাংলাদেশ। কিউই নারীদের হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ সালমার দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯২ রানের লক্ষ্য পার করতে পারেনি টাইগ্রেসরা। ৭৪ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। ফলে টানা তিন হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশের মেয়েরা।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড