• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি : আইসিসি)

পরাজয় দিয়েই আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করা বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে। স্বাগতিক অস্ট্রেলিয়া আগে ব্যাট করবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা দুইটায় ক্যানবেরার মানুকা ওভালে শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভিতে।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হারে বাংলাদেশ নারী দল। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরে গেলে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে সালমা-জাহানারাদের। টি-টুয়েন্টি ফরম্যাটে এটিই হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

এ দিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াও ১৫ রানে হার মেনেছে ভারতের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। এই ম্যাচেও তারা চাইবে জয়ের ধারায় থাকতে। অপরদিকে, বাংলাদেশের কাছে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘বাঁচা-মরার লড়াই’।

আরও পড়ুন : ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলাটা আনন্দ ও গর্বের’

বাংলাদেশের নারী দল একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ,সালমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজা-তুল-কুবরা।

অস্ট্রেলিয়া নারী দল একাদশ : অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, মেগ লেনিং (অধিনায়ক), এলিস পেরি, রাচেল হেইন্স, অ্যানাবেল সাদারল্যান্ড, নিকোলা ক্যারি, জর্জিয়া ওয়ারেহাম, জেস জোনাসেন ও মেগান স্কাট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড