• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসিদের করোনা টেস্ট নেবে নাপোলি

  ক্রীড়া ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
করোনায় আতঙ্কিত নাপোলি পরীক্ষা করবে মেসিদের (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আজ ইতালিতে যাচ্ছে বার্সেলোনা। তবে অনুশীলনের মাঠ বা হোটেল রুমে নয়, নেপলসের বিমানবন্দরে নেমেই মেসিসহ বার্সেলোনার খেলোয়াড়দের দৌড়াতে হবে পরীক্ষাগারের দিকে। বার্সেলোনার খেলোয়াড়রা স্পেন থেকে ভয়াবহ করোনা ভাইরাস বয়ে এনেছেন কি না, সেটাই নাকি পরীক্ষা করে দেখা হবে।

মেসি বিশ্বসেরা ফুটবলার হলেও নিশ্চয়ই ভয়ংকর করোনা ভাইরাসের সংশয় মুক্ত নন। মানুষ হিসেবে সন্দেহের তালিকায় থাকতে পারেন তিনিও। সেই সংশয় থেকেই মাঠে নামার আগে মেসিসহ বার্সেলোনার খেলোয়াড়দের স্বাস্থ্যপরীক্ষা করবে নাপোলি।

চীনে জন্ম নেওয়া এ মরণঘাতী করোনা ভাইরাস পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে। যার সংক্রমণ লেগেছে ইতালিতেও। এরই মধ্যে ইউরোপের এই দেশটিতে ৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে দুজন মারাও গেছেন। দেশটিতে তাই ব্যাপক কড়াকাড়ি আরোপ করা হয়েছে। ফলে এর আওতার মধ্যে পড়ছে মেসিরাও। পরীক্ষায় ভাইরাসমুক্ত প্রমাণিত হলে রাতে মাঠে নামতে পারবেন মেসিরা।

এর ব্যতিক্রম হলে না খেলেই মেসিদের ফিরতে হবে স্পেন। তবে মেসিরা নিশ্চইয়ই এটা মাথায় নিয়েই ইতালিতে আসছেন। তারা আর যাই হোক করোনা ভাইরাস নিয়ে অসেচতন নয়। তাই তো তাদের ভাবনায় শুধুই রাতের ম্যাচ, করোনা নয়। ২০১৭-১৮ মৌসুমে এই ইতালিতে এসেই মেসিদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

সেবার কোয়ার্টার ফাইনালে ন্যু ক্যাম্পে প্রথম লেগে ৪-১ গোলে জয়ের পরও মেসিদের বার্সেলোনা এএস রোমার মাঠে গিয়ে ফিরতি লেগে হেরে যায় ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে স্কোর ৪-৪ হলেও রোমা সেমিফাইনালে নিশ্চিত করে একটা অ্যাওয়ে গোলের সুবিধায়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড