• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৪৩

  ক্রীড়া ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০
বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল (ছবি : আইসিসি)

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করে সালমা-জাহানারাদের ১৪৩ রানের লক্ষ্য দিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান করে ভারতের নারীরা।

অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ইনিংসের দ্বিতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন অধিনায়ক নিজেই। তার চাতুর্যপূর্ণ বোলিংয়ে বিভ্রান্ত হয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানিয়া ভাটিয়া। এর আগে ২ রান করেন তিনি।

বাংলাদেশ দলকে দ্বিতীয়বার আনন্দে ভাসান পান্না ঘোষ। মেরে খেলতে থাকা শেফালী বর্মকে ৩৯ রানে ফেরান তিনি। এরপর ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকেও আউট করেন পান্না। এর আগে তিনি করেন ৮ রান।

এই ভারতকে হারিয়েই দেশকে প্রথমবার এশিয়া কাপের শিরোপা উপহার দিয়েছিলেন জাহানারা-রুমানারা। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও ভারতের এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়েছিল তারা।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড