• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন যারা

  ক্রীড়া ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭
আইপিএল
বাঁ থেকে গেইল, ভিলিয়ার্স ও ধোনি (ছবি: সংগৃহীত)

এক মাস পর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বাসেরা ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে দর্শকরা।

আইপিএলের আগের ১২ আসর মাতিয়েছেন বিশ্বসেরা সব ক্রিকেটাররা। এ আসরেও মেলা বসবে তারকা ক্রিকেটারদের। নতুন আসর শুরু হওয়ার আগে জেনে নিই, আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কারা-

ক্রিস গেইল- ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকে টি-টুয়েন্টির সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান ভাবা হয়। ব্যাট হাতে খেলতে নেমে বোলারদের ওপর ঝড়ই তোলেন তিনি। আইপিএলের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানও ক্রিস গেইল। ১২৫ ম্যাচে ৩২৬টি ছক্কা মেরেছেন এ ব্যাটসম্যান। এছাড়া ৩৬৯টি চারও মেরেছেন গেইল।

এবি ডি ভিলিয়ার্স- বেশি ছক্কা মারার তালিকায় দুই নম্বরে আছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এ ব্যাটসম্যান ১৫৪ ম্যাচে ছক্কা মেরেছেন ২১২টি আর চার মেরেছেন ৩৫৭টি।

মহেন্দ্র সিং ধোনি- আইপিএলে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ব্যাটসম্যান মোট ছক্কা মেরেছেন ২০৯টি। ১৯০ ম্যাচে ২০৯টি ছক্কার পাশাপাশি তিনি ২৯৭টি চারও মেরেছেন।

রোহিত শর্মা- তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ১৮৮ ম্যাচে ১৯৪টি ছক্কা মেরেছেন রোহিত। এ ব্যাটসম্যান ছক্কার ঝড় তোলার পাশাপাশি ৪৩১টি চারও মেরেছেন।

সুরেশ রায়না- আরেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না রয়েছেন বেশি ছক্কা হাঁকানোর তালিকায় পঞ্চম স্থানে। ১৯৩ ম্যাচে রোহিতের সমান ১৯৪টি ছক্কা মেরেছেন রায়না। এছাড়া তিনি ৪৯৩টি চার মেরেছেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড