• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছক্কার ঝড় তুলে নিজের রেকর্ড ছুঁলেন মরগান

  ক্রীড়া ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯
ইয়ন মরগান
ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগান (ছবি: সংগৃহীত)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মরগান। মাত্র ২২ বলে ৫৭ রান করেছেনে এ ব্যাটসম্যান। তার ঝড়ে প্রোটিয়াদের দেওয়া ২২৩ রানের লক্ষ্যকেও মামুলি বানিয়ে সহজেই টপকে গেছে ইংলিশরা।

জনি বেয়ারস্টো ও জস বাটলার হাফসেঞ্চুরি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দিয়ে যান। এরপর ব্যাট হাতে ঝড় তুলে সে জয় নিশ্চিত করেন মরগান। ম্যাচে এ ব্যাটসম্যান হাঁকান ৭টি বিশাল ছক্কা। তবে কোনো চার হাঁকাননি তিনি। ওভার বাউন্ডারি থেকেই ৪২ রান তোলা মরগান হাফসেঞ্চুরি করেছেন মাত্র ২১ বলে।

টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন মরগান। গত বছর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। আবারও এ ম্যাচে সে রেকর্ড ছুঁলেন এ ব্যাটসম্যান। মরগানের পর ইংল্যান্ডের জার্সিতে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরিটি হাঁকিয়েছেন জস বাটলার। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে হাফসেঞ্চুরি ছুঁয়েছিলেন বাটলার। মরগানের আগে তিনিই ছিলেন ইংলিশদের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। এছাড়া এ বছরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন জেসন রয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মরগানের হাফসেঞ্চুরিটি চতুর্থ দ্রুততম। প্রোটিয়াদের বিপক্ষে দ্রুততম হাফেসেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রিস গেইল। দলটির বিপক্ষে ১৭ বলে হাফসেঞ্চুরি হাঁকান তিনি। এছাড়া গেইলের প্রোটিয়াদের বিপক্ষে ২০ বলেও হাফসেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে। এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড