• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোল্টের চেয়েও জোরে দৌড়ান ভারতীয় যুবক

  ক্রীড়া ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩
শ্রীনিবাস গৌড়া
ভারতের কাম্বালা জকি (ছবি : সংগৃহীত)

কাদামাখা জমিতে খালি পায়ে দৌড়ে রেকর্ড গড়েছেন শ্রীনিবাস গৌড়া। কর্ণাটকের ২৮ বছরের সেই যুবককে এ বার ভারতীয় সেরা কোচদের সামনে ট্রায়ালে ডাকা হবে বলে জানালেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তার কাছে ইতোমধ্যেই ট্রেনের টিকিটও পৌঁছে গেছে। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) টুইট করে এ কথা জানিয়েছেন রিজিজু।

কাম্বালা (মহিষের দৌড়) উৎসবে পালিত মহিষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করেন শ্রীনিবাস। তার গতি দেখে অবাক হয়ে যান সবাই। তার প্রায় সঙ্গে সঙ্গে জ্যামাইকার তারকা দৌড়বিদ উসাইন বোল্টের সঙ্গে গৌড়ার গতির তুলনা শুরু হয়ে যায়। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছেন। হিসাব করে দেখা গেছে, গৌড়া ১০০ মিটার অতিক্রম করেছেন ৯.৫৫ সেকেন্ডে। বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি। এর পরেই শ্রীনিবাসকে নিয়ে শুরু হয় আলোচনা।

কর্ণাটকের মুদাবিদরি গ্রামের যুবকের দুরন্ত গতির কথা কানে আসে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) টুইট করে তিনি জানিয়েছেন, ‘গৌড়াকে ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে। ভারতের সমস্ত প্রতিভাকেই দেখে নেওয়া হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত করছি।’

গৌড়ার শারীরিক সক্ষমতার পরিচয় পেয়ে ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইট করেন, ‘এই লোকটার শরীর দেখলেই বুঝা যায় অ্যাথলেটিকসে অসম্ভব সব রেকর্ড গড়তে পারেন। কিরেন রিজিজু ওকে ১০০ মিটার স্প্রিন্টের জন্য ট্রেনিং দিন। অথবা কাম্বালাকে (মহিষের দৌড়) অলিম্পিক ইভেন্টে করা হোক।’

এ দিকে গতির ঝড় তুলে যিনি সব আলো নিজের দিকে নিয়েছেন, সেই গৌড়া বলছেন, ‘মানুষ বোল্টের সঙ্গে আমাকে তুলনা করছেন। বোল্ট বিশ্ব চ্যাম্পিয়ন। আমি তো কেবল কাদার জমিতে দৌড়াই।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড