• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করল আইসিসি

  ক্রীড়া ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩১
আইসিসি ও বিসিসিআই
আইসিসি ও বিসিসিআই-এর লোগো (ছবি : সংগৃহীত)

আইপিএলের ১৩তম আসর শুরু হবে ২৯ মার্চ। একইদিন আইসিসির বার্ষিক বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ফলে দোটানায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কেননা আইসিসির সভাতে থাকতে গেলে আইপিএলের উদ্বোধন করতে পারবেন না সৌরভ গাঙ্গুলি।

তাই বোর্ড সভা পেছানোর আবেদন জানিয়েছিল বিসিসিআই। কিন্তু সে প্রস্তাব সরাসরি নাকচ করেছে আইসিসি। যার ফলে আইপিএল শুরুর দিনক্ষণ বদলাতে পারে। আইপিএল পরিচালনা পর্ষদের এক শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বিসিসিআই সরকারিভাবে এই বৈঠকের সূচি বদলের জন্য অনুরোধ করেছিল।

আরও পড়ুন :-ভারতে শরীরে বল লাগায় গুলিবিদ্ধ দুই কিশোর

গত বছরের আগস্টেই আইসিসি তার প্রতিনিধি দেশগুলোকে এ বৈঠকের তারিখ জানিয়ে দেয়। সমস্ত ধরনের যাতায়াত, থাকার বন্দোবস্ত, বৈঠকের স্থান সব আগে থেকে ঠিক করা হয়েছে। আইপিএলের সূচি তৈরির দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিকে এই সমস্যার জন্য অভিযোগের আঙুল তোলা হয়েছে। কারণ আগে থেকেই আইসিসির বৈঠকের সূচি তৈরি ছিল। তাহলে আইপিএলের সূচি তৈরির সময় তা বিবেচনা করা হলো না কেন?

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড