• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের জন্য নতুন ট্রেনার পেল বিসিবি

  ক্রীড়া ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫
নিকোলাস ট্রেভর লি
জাতীয় ক্রিকেট দলের নতুন ট্রেনার ট্রেভর লি (ছবি : সংগৃহীত)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হায়দরাবাদের প্রস্তাব পাওয়ায় গত মাসে বাংলাদেশের ট্রেনারের চাকরি ছেড়ে দিয়েছেন মারিও ভিল্লাভারায়ন। তাই এ জায়গাটি খালি ছিল। তবে বেশি দিন অপেক্ষা করতে হয়নি বিসিবিকে। ভিল্লাভারায়নের স্থলাভিষিক্ত হলেন ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার নিকোলাস ট্রেভর লি।

পদটা আর ট্রেনারেও সীমাবদ্ধ থাকছে না। পদ মর্যাদা অনুযায়ী জাতীয় দলের পরের পর্যায়ের ক্রিকেটারদেরও ফিটনেস দেখভাল করবেন লি। একইসাথে এবারই প্রথমবার কাউকে ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে নিয়োগ দিয়েছে বিসিবি। তিন বছরের জন্য নিয়োগ পাচ্ছেন ট্রেভর লি। আগামী মাস থেকে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত লি’র সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

আরও পড়ুন :-জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে চায় বিসিবি

২০১০ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন লি। অবসরের পরও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে জড়িয়ে ছিলেন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে কাজ করেন তিনি। এছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের ট্রেনার হিসেবে কাজ করেন লি। এবার বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন ৩৬ বছর বয়সী এ ইংলিশম্যান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড