• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেঙে গেছে জয়সওয়ালের বিশ্বকাপ সেরার ট্রফি

  ক্রীড়া ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫
যশস্বী জয়সওয়াল
বিশ্বকাপ সেরার পুরস্কার হাতে যশস্বী জয়সওয়াল (ছবি: সংগৃহীত)

ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ যুব দল। ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যানই রান পাননি। শুধু ফাইনাল নয় পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ব্যাটিং করেছেন এ ওপেনার।

৬ ম্যাচে ১৩৩.৩৩ গড়ে ৪০০ রান করেছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে অপরাজিত ছিলেন ২৯ রানে। এরপর বাকি পাঁচ ম্যাচেই করেছেন পঞ্চাশোর্ধ রান। বাংলাদেশের বিপক্ষে ফাইনালে খেলেছেন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস। এর আগে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১০৫ রানের অপরাজিত ইনিংস। এছাড়া বাকি তিন ম্যাচে এ ব্যাটসম্যান করেছেন ৬২, ৫৯ ও অপরাজিত ৫৭ রান। ফলে দল শিরোপা না জিতলেও তিনি জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাখায়া এন্টিনির হাত থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার বুঝে নেন যশস্বী জয়সওয়াল। এমন একটা ট্রফি সারাজীবন আগলে রাখবেন যে কোনো ক্রিকেটারই। তবে জানা গেল, সপ্তাহ না পেরতেই ভেঙে গেছে যশস্বী জয়সওয়ালের সে ট্রফি। তবে মজার ব্যাপারা হচ্ছে, ট্রফি ভাঙা নিয়ে এ ব্যাটসম্যানের কোনো মাথা ব্যথাও নেই।

জয়সওয়ালের কোচ জাওলা সিংয়ের দাবি, ট্রফির ব্যাপারে আগেই থেকেই এমন অনীহা যশস্বী জয়সওয়ালের। ইন্ডিয়ান এক্সপ্রেসকে জাওলা জানান, ‘এবারই প্রথম নয়! সে ট্রফি নিয়ে খুব একটা ভাবে না, সে রান নিয়েই বেশি ভাবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড