• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপজয়ী টাইগারদের মুশফিকের স্যালুট

  ক্রীড়া ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭
যুবাদের মুশফিকের স্যালুট
যুবাদের মুশফিকের স্যালুট (ছবি : ফেসবুক )

প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে যুবা টাইগাররা। বিশ্বকাপ জয়ে অভিনন্দনের জোয়ারে আকবর আলীর দল।

একাধারে টাইগার যুবাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরা। অভিনন্দন জানাতে ভোলেননি অগ্রজরাও। তাদের সম্মান জানিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমদুউল্লাহ রিয়াদসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ব্যতিক্রম নন মুশফিকুর রহীমও। আকবর-হৃদয়দের আগেই অভিনন্দন জানিয়েছেন তিনি। এবার দাঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের ‘স্যালুট’ দিলেন তিনি।

‌‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে টাঙানো হয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারদের ছবি সম্বলিত বিশাল ব্যানার। সেটির সামনে দাঁড়িয়ে অনুজদের ‘স্যালুট’ দেন মুশফিক। নিজের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে মুশফিক লেখেন, ‘ভাই তোমাদের জন্য গর্বিত’।

এর আগে টাইগার যুবাদের বিশ্বজয়ে মুশফিক লেখেন–‘আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি–বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে-আমাদের গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড