• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টি ছেড়ে দিচ্ছেন ওয়ার্নার

  ক্রীড়া ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫২
ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার (ছবি : সংগৃহীত)

বর্তমান ক্রিকেটে বয়স হলেই সিনিয়ররা টেস্ট ছেড়ে দেন। অনেকে শুধু টি-টুয়েন্টি খেলেন। গেইল তো টি-টুয়েন্টির ফেরিওয়ালা নামেই পরিচিত। তবে অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার তার উল্টো। টেস্ট ক্রিকেটকেই বেশি ভালোবাসেন তিনি। উপভোগ করেন ওয়ানডে ম্যাচও।

মূলত টেস্ট ও ওয়ানডেতে ক্যারিয়ার দীর্ঘ করতেই টি-টুয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অজি হার্ডহিটার। ২০২০ ও ২০২১ পরপর দুই বছর দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর রয়েছে। এ দুটি আসরের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট আর খেলতে চান না ৩৩ বছর বয়সী ওপেনার। এমনকি বিগ ব্যাশ থেকেও নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর কারণ টেস্ট ও ওয়ানডে ম্যাচের পর বছরের বাকি সময় ওয়ার্নার বিশ্রাম ও ফিটনেসে সময় ব্যয় করতে আগ্রহী।

আরও পড়ুন :-বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ওয়ার্নার

গতকাল (সোমবার, ১০ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল গ্রহণের সময়ই বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্নার। উল্লেখ্য, স্টিভেন স্মিথকে মাত্র এক ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো এ মর্যাদার পুরস্কার জিতলেন অজি ওপেনার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড