• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপ জয়ের পর ‌‘কোপা সামছুর’ তালে নাচল যুবারা (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮
বিশ্বকাপ জয়ের পর গানের তালে তালে নাচছে যুবা টাইগাররা
বিশ্বকাপ জয়ের পর গানের তালে তালে নাচছে যুবা টাইগাররা (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো বৈশ্বিক কোনো আসরের ফাইনালে উঠে শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশকে চ্যাম্পিয়নের তকমা এনে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। দুই যুগ ধরে বৈশ্বিক টুর্নামেন্ট খেলে আসা বাংলাদেশের প্রথম বিশ্বকাপ শিরোপা এটি। তাই তো বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ।

পুরো টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিল বাংলাদেশ দল। শেষ পর্যন্ত হয়েছে অপরাজিত চ্যাম্পিয়নও। টুর্নামেন্ট জুড়ে একের পর এক জয়ের পর বিভিন্নভাবে জয় উদযাপন করে যুবা টাইগাররা। সবশেষ যুবা টাইগারদের অসাধারণ ভঙ্গিতে নাচ দেখা গিয়েছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর।

ফাইনালের আগে আইসিসির এক ভিডিও প্রোগ্রামে পেসার তানজীম হাসান সাকিব জানিয়েছিলেন ভারতকে হারাতে পারলেই নাচবে তারা। যেমন কথা তেমন কাজ। শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে জনপ্রিয় বাংলা গান ‌‘কোপা সামছু কোপা’ গানের তালে তালে নাচে যুবারা। শুধু তাই নয় নিজেরাই গায় গায়নটি।

আরও পড়ুন : হেরে বাংলাদেশের পতাকা কেড়ে নিল ভারতের ক্রিকেটাররা (ভিডিও)

বাংলাদেশি ক্রিকেটারদের উদযাপন মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সংস্থাটির পক্ষ থেকে সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জানে কীভাবে উদযাপন করতে হয়। এছাড়া আইসিসি তাদের সোশ্যাল সাইটে আরও একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড