• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেওয়াগকে চুপ থাকতে বললেন নাভেদ

  ক্রীড়া ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৯
নাভেদ উল হাসান ও বীরেন্দর শেওয়াগ
শেওয়াগকে আউট করে নাভেদের উদযাপন (ছবি : সংগৃহীত)

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত বাকযুদ্ধ চলছে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেওয়াগের মধ্যে। শোয়েব আখতারের পর এবার সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার রানা নাভেদও চটেছেন শেওয়াগের করা মন্তব্যে। ভারতের সাবেক ওপেনারকে চুপ থাকতে বললেন রানা নাভেদ।

টুইটারে একটি ভিডিও বার্তায় রানা নাভেদ বলেন, ‘দুই বছর আগেও তিনি আমাদের নিয়ে আজেবাজে কথা বলেছে। এখন আমরা চিন্তা করছি আপনার মুখ বন্ধ করা খুব জরুরি। খবরদার, আমাদের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে কিছু বলবেন না। আমরা কিংবদন্তিদের সম্মান দিই, আপনারও সেটাই করা উচিত। চুপ থাকুন দয়া করে।’

এর আগে শেওয়াগ বলেছিলেন, ‘শোয়েব আখতারের এখন ভারতে ব্যবসার প্রয়োজন। তাই ও আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। আমাদের তাই এত প্রশংসা করছে। শোয়েব আখতারের যে কোনো সাক্ষাৎকারে আপনারা দেখবেন যে ভারতের প্রশংসা করে কথা বলছে। যখন খেলত, তখন কিন্তু এগুলো বলত না। মোহাম্মদ ইউসুফ, সাকলায়েন মুশতাক এবং রানা নাভেদ- এরা সবাই ভারতকে নিয়ে ভালো কথা বলছে। কেননা তারা জানে যে, এসব কথা বললে ভারতীয় মিডিয়ায় সেটা আসবে। ভারত থেকে যদি এক লাখ রুপি আদায় করতে পারেন, তাহলে সেটা পাকিস্তানে গিয়ে দুই লাখে পরিণত হয়।’

আরও পড়ুন :-রোমাঞ্চিত টাইয়ের পর সুপার ওভারে সিরিজ জিতল ভারত

প্রতি উত্তরে শোয়েব বলেছিলেন, ‘শেওয়াগের মাথায় যত চুল রয়েছে, তার চেয়ে আমার টাকার পরিমাণ সম্ভবত বেশি। আমি এটা মজার ছলে বললাম। দয়া করে, এটাকে জোক হিসেবেই ধরবেন। বীরু, এটা কিন্তু জোক। এটাকে রসিকতা হিসেবেই থাকতে দাও।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড