• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিছুতেই পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত

  ক্রীড়া ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১২:৩২
এশিয়া কাপ ক্রিকেট
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ (ছবি : সংগৃহীত)

কদিন আগে পিসিবির সিইও ওয়াসিম খান জানিয়েছিলেন নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে বদ্ধপরিকর তারা। আর ভারত যদি তাদের মাঠে এসে এশিয়া কাপে অংশ না নেয় তবে তারাও ভারতের মাটিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। পাকিস্তানের এই হুমকির জবাবে ভারতও দিয়ে রাখল আরেক হুমকি। তারা সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপে তাদের আপত্তি নেই, তবে সেই এশিয়া কাপে অংশগ্রহণ করবে না ভারত।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘পিসিবি টুর্নামেন্টের আয়োজক, এতে সমস্যা নেই, মূল সমস্যা হলো ভেন্যু। এখন যেমন অবস্থা, তাতে আমাদের নিরপেক্ষ ভেন্যুই প্রয়োজন।’

বিসিসিআইর এই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে টুর্নামেন্ট হলে সেখানে যাবে না ভারত। তারা অংশ নিতে পারে কেবল নিরপেক্ষ ভেন্যু হলেই, ‘এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্ট হলেও ভারতের পাকিস্তান সফরে যাওয়ার কোনো সুযোগ নেই। এসিসি যদি ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট মাঠে গড়াতে চায়, তাহলে সেটা ভিন্ন পরিস্থিতি। তবে ভারতকে এশিয়া কাপে চাইলে ভেন্যু পাকিস্তানে হতে পারবে না।’

আরও পড়ুন : এমসিসিতে সাকিবের শূন্যস্থানে কুক

২০১৮ সালের এশিয়া কাপের পরিস্থিতিও কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের জন্য। সেবার টুর্নামেন্টটি ভারতে করা হয়নি পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা জটিলতার কথা মাথায় রেখে। তাই বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করে বিসিসিআই। পিসিবিও এমন কৌশল নিতে পারে বলে মত বিসিসিআইর। সেই কর্তার মতে, ‘নিরপেক্ষ ভেন্যু সবসময়ই একটি বিকল্প। বিসিসিআই ২০১৮ সালে এমনটি করেছিল।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড