• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের তিন ফরম্যাটে উন্নতির পথ দেখালেন এনামুল

  ক্রীড়া ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ২০:৩৮
এনামুল হক জুনিয়র
এনামুল হক জুনিয়র (ছবি : সংগৃহীত)

আর মাত্র দুই দিন, তারপরই বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর। বেশ দ্রুত নোটিশে আয়োজন হতে যাচ্ছে এবারের বিসিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লংগার ভার্শনের এই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে অনেকটা দায়সারাভাবে।

তবুও এই আয়োজনে চওড়া হাসি এনামুল হক জুনিয়রের মুখে! চলতি আসরে বিসিবি নর্থ জোনের হয়ে খেলতে যাওয়া এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন লাল বলে যত গুরুত্ব বাড়বে ততই তিন ফরম্যাটে উন্নতি করবে বাংলাদেশ।

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চার দিনের এই টুর্নামেন্ট। চার দলের এই টুর্নামেন্টটির এবারের আসর দুই লেগের পরিবর্তে হচ্ছে এক লেগে। ম্যাচ কমাতে কিছুটা আক্ষেপ থাকলেও বাঁহাতি এই স্পিনার বলেন, ‘কমে (ম্যাচ) গেলে হয়তো আমাদের সিজনটাও ছোট। এই সময়টাও আমরা অনেক সময় কাজে লাগাতে পারি না।’

‘ছয়টা ম্যাচ হলে আমাদের খেলোয়াড়দের জন্য অনেক ভালো হতো। যেটা হয়নি সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই, এই তিনটা ম্যাচ যেন আমরা খুব ভালো করে খেলতে পারি বা প্লেয়াররা যেন তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে যা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

লাল বলে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া লংগার ভার্সনের আরও একটি টুর্নামেন্ট। স্বাভাবিক সূচির অংশ হলেও বাঁহাতি এই স্পিনারের বাড়তি উচ্ছ্বাসের কারণটা জানালেন নিজেই, ‘কারণ আমি বিশ্বাস করি যে আমরা যদি লাল বলে ভালো করি তাহলে আমাদের অন্য ফরম্যাটগুলোও ভালো হবে। কারণ আপনি যদি দেখেন তিনটি দেশ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড ওরা তিন ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলে।’

‘কারণ তারা রেড বলে ওদের খেলাটা ভালো রেখেছে, কালচারটা অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে এখন। আমি বলব যে এখনো আমাদের দেরি হয়নি, যদি আমরা প্রাথমিকভাবে এখন থেকেই গুরুত্ব দেই লাল বলের প্রতি সেটা তিন ফরম্যাটের জন্যই ভালো হবে।’

টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি এই তিন ফরম্যাটে বাংলাদেশের কমফোর্ট ফরম্যাট অবশ্যই ওয়ানডে। তুলনামূলক এই ফরম্যাটেই কিছুটা ধারাবাহিক টাইগাররা। টেস্ট, টি-টুয়েন্টির সঙ্গে পার্থক্য তুলে ধরে বাঁহাতি এই স্পিনার যোগ করেন, ‘আমি বলব যে আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো কারণ আমরা জন্ম থেকে ওয়ানডে ক্রিকেট খেলছি। এটা একটা দিক, এজন্য আমাদের ওয়ানডে ক্রিকেটটা ভালোভাবে গড়ে উঠেছে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড