• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব জীবিত থেকে জীবনের মর্ম বুঝতে পেরেছেন (ভিডিও)

  ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২০, ১৭:৩৫
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : দৈনিক অধিকার)

আইসিসি কর্তৃক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার আজ ৮৫তম দিন। নিষেধাজ্ঞার এই এক বছরে সকল ধরনের ক্রিকেট থেকে দূরে থাকছেন তিনি। ক্রিকেট থেকে দূরে থাকলেও নানাভাবে গণমাধ্যমের মুখোমুখি হতে হচ্ছে সাকিবকে। লাইফবয়ের সঙ্গে সাকিবের পথ চলার নবম বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিব জানান ক্রিকেটের বাহিরে থাকাটা তার জন্য কতটা কষ্টের।

সাকিব আল হাসান বলেন, ‘একটা ভালো জিনিস হচ্ছে বাংলাদেশে এই কথাটা আপনারাও হয়তো অনেকবারই শুনেছেন। প্রচলিত আছে যে জীবিত থাকলে মর্মটা বোঝা যায় না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। আমি খুশি, সবার ভালোবাসা ও সাপোর্ট আছে। এখানে আমার দায়িত্ব আরও বেড়ে যায় স্বাভাবিকভাবেই এবং আমি চেষ্টা করব তাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার।’

সাকিবকে এনডোর্স করা প্রথম কেনো ব্র্যান্ড লাইফবয়। ইউনিলিভার্সের এই পণ্যটির সঙ্গে সাকিবের সম্পর্ক অষ্টম বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে। সে সঙ্গে নতুন করে আরও তিন বছরের চুক্তিতে যুক্ত হয়েছে সাকিব-লাইফবয়। বুধবার (২২ জানুয়ারি) ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয় সাকিব-লাইফবয়ের নবম বছর পূর্তি অনুষ্ঠান।

মাঠের ক্রিকেট থেকে দূরে সাকিব। মিস করছেন কি না? জবাবে সাকিব বলেন, ‘একটা জিনিসের সঙ্গে যখন আপনার অনেকদিনের সম্পৃক্ততা থাকবে সেটা আপনার পছন্দের হোক বা না হোক; আপনি চান বা না চান আপনি সেটাকে মিস করবেন। এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ডিফারেন্ট কিছু না। তো স্বাভাবিকভাবেই মিস করছি এবং এটা খুব নরমাল একজন মানুষের ক্ষেত্রে।’

সাকিব মাঠে ফেরার জন্য কতটা প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে সাবেক বিশ্বসেরা অললাউন্ডার বলেন, ‘সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে আপনাদের, আমি ফিরে আসা পর্যন্ত। কারণ, আমি বললাম আমি অনেক কিছু করে এসেছি। কিন্তু সেটা প্রমাণিত হলো না। সেটার ফল আসলে ভালো হবে না, অতো গ্রহণযোগ্যতাও থাকবে না। অপেক্ষা করেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সব উত্তর সময়ই বলে দেবে।’

ক্রিকেট মাঠের বাহিরে থাকায় সাকিবকে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করতে দেখা যায়। সম্প্রতি মোটরসাইকেল কোম্পানি ইয়ামাহার উদ্যোগে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যেহেতু সবকিছু বাদ দিয়ে একটা কাজের সঙ্গে জড়িত ছিলাম। এখন যেহেতু সেই কাজটা নাই, অন্য সবকিছু করার সুযোগ হচ্ছে।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড