• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দলে সুযোগ পেতে ইমরান খানের হস্তক্ষেপ চান কামরান

  ক্রীড়া ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, ১২:৪৬
কামরান আকমল
পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান কামরান আকমল (ছবি : সংগৃহীত)

তিন বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন। এবার সরাসরি গণমাধ্যমের সামনেই ক্ষোভ ঝাড়লেন। প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও হুমকি দিয়েছেন এই ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে শুক্রবার থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলবে পাকিস্তান। সেই সিরিজের স্কোয়াডে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞরা থাকলেও জায়গা হয়নি বর্ষীয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের। যা তিনি একেবারেই মানতে পারছেন না।

পাকিস্তানের এক নিউজ চ্যানেলে তিনি বলেন, ‘আমি এখনো হাল ছেড়ে দিচ্ছি না। তবে সব কিছুরই তো একটা সীমা রয়েছে। পাঁচ বছর হয়ে গেল নতুন সিস্টেম আনার। যাতে সেরা মানের ক্রিকেটার, সেরা প্রতিভা ও যারা পারফরম্যান্স করবে, তাদের এমনিতেই বিবেচিত হওয়ার কথা জাতীয় দলের জন্য। আমাকে কি দলে আসার জন্য ভারতে বা অস্ট্রেলিয়ায় গিয়ে পারফর্ম করে আসতে হবে? আমি পাকিস্তানের ক্রিকেটার। গত পাঁচ বছর ধরে পারফর্ম করে চলেছি। আর কত সহ্য করব? আমার কি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত? বলা উচিত যে গত পাঁচ বছর ধরে এটা আমার পারফরম্যান্স?’

আরও পড়ুন :-পাকিস্তানে যেতেই বিসিবির খরচ ১ কোটি ২৭ লাখ

তিনি আরও বলেন, ‘কেউ যদি আমার চেয়ে পারফরম্যান্সে এগিয়ে থাকে, তবে কিছু বলার নেই। আমাকে না হয় দরকার পড়লে শুধু উইকেটরক্ষক হিসেবেই খেলানো হোক। টি-টুয়েন্টিতে কিন্তু জায়গা রয়েছে। তবু ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে খেলানো হচ্ছে। এটা পাকিস্তানের দল। পাকিস্তানের স্বার্থকে সবার আগে রাখা উচিত। যে পারফরম্যান্স করবে, তারই দলে আসা উচিত। আমার মতো আরও কয়েক জন ক্রিকেটার আছেন, যারা দলে আসতেই পারেন। যেমন ফওয়াদ আলম। ওর পারফরম্যান্সটা দেখা হোক। ওর ক্ষেত্রেও সীমা পেরিয়ে গিয়েছে ব্যাপারটা। আর আমি কি পারফরম্যান্স ছাড়া কথা বলছি?’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড