• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার’

  ক্রীড়া ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ১১:২২
কোহলি ও ফিঞ্চ
কোহলি ও ফিঞ্চ (ছবি : বিসিসিআই)

নেতৃত্বের চাপ নিয়েও ভালো পারফর্ম করা যে কোনো ক্রিকেটারের পক্ষেই কঠিন চ্যালেঞ্জ। এককালে শচীন টেন্ডুলকারও নেতৃত্বের সঙ্গে ব্যাটিংকে ব্যালেন্স করতে গিয়ে ধাক্কা খেয়েছিলেন। কিন্তু বিরাট কোহলি যেন অন্য গ্রহের। অধিনায়ক হিসেবে যেমন পরপর সিরিজ জিতে নজির গড়েছেন, তেমনই ব্যাট হাতেও ভেলকি দেখাতে ছাড়ছেন না। এই ভারতীয় অধিনায়কের নেতৃত্ব ও ব্যাটিংয়ের মধ্যে পারফেক্ট ব্যালেন্স দেখে কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ফিঞ্চের মতে, বিরাট কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। সর্বকালের সেরাদের তালিকায় রোহিত শর্মাকে প্রথম পাঁচে রাখছেন অজি কাপ্তান।

বেঙ্গালুরুতে শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু রোহিতের ১১৯ এবং কোহলির ৮৯ রানের সৌজন্যে খুব সহজেই সে রান টপকে যায় ভারত। সিরিজ জেতে ২-১।

ফিঞ্চ বলেছেন, ‘ভারতের হাতে বিরাট আছে। যে সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। আর রোহিত সর্বকালের প্রথম পাঁচ জন ওয়ানডে ব্যাটসম্যানের মধ্যে পড়বে। ওরা অসাধারণ। ভারতের এই দলটার বৈশিষ্ট্য হলো, গুরুত্বপূর্ণ ম্যাচে ওদের অভিজ্ঞ ক্রিকেটাররাই আসল খেলাটা খেলে দিচ্ছে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড