• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

দুপুরে অচেনা স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ০৯:৪৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (ছবি : সংগৃহীত)

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের যুবাদের ৯ উইকেটে বিধ্বস্ত করেছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে থাকার জন্য দ্বিতীয় পরীক্ষা আকবর আলীদের। স্কটল্যান্ডের যুবাদের হারিয়ে দিতে পারলে শেষ আটে পা রাখার রাস্তা অনেকখানিই খোলাসা হয়ে যাবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে সেই লক্ষ্যেই মাঠে নামবে আকবর আলীর দল। বাংলাদেশ সময় বেলা ২টায় পচেফস্ট্রুমে শুরু হবে দুদলের লড়াই। ।

তুলনামূলক দুর্বল শক্তির দল স্কটল্যান্ড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তারা। আগে ব্যাটিং করে ৭৫ রানেই অলআউট হয় দলটি। তবে ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব। তাই সতর্ক অবস্থানে থেকেই লড়াইয়ে নামবে বাংলাদেশ।

জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে দলগত শক্তির দিকেও এগিয়ে আছে তৌহিদ হৃদয়, শামীম হোসেনরা।

বাংলাদেশ যুব দলের পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী জানিয়েছেন, স্কটল্যান্ডের সঙ্গে তাদের খেলার অভিজ্ঞতা নেই। ফলে প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি ধরণা নেই বাংলাদেশের। তাই ভিডিও ফুটেজ দেখেই প্রতিপক্ষ বধের ছক কষছেন তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাভিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড