• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ, ইতিহাস কী বলে

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৯:৪০
মোহাম্মদ মিথুন
বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

অনেক নাটকীয়তার পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির মধ্যস্থতায় তিন দফায় পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথম দফায় তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে ক্রিকেটাররা। দীর্ঘ ১১ বছর পর দেশটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

গত কয়েক বছরে ক্রিকেটে অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ। সাকিব-তামিম-মুশফিকরা এখন যে কোনো দেশকেই অনায়াসে হারাতে পারে। এছাড়া বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের জনপ্রিয়তাও বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। বর্তমানে পাকিস্তান কিংবা ভারতের বিপক্ষে টাইগাররা মাঠে নামলে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই দলের ভক্ত-সমর্থকরা। মাঠের বাইরের সে উত্তাপ পৌঁছায় মাঠেও। এছাড়া এ দুই দেশের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রূপ নিয়েছে দ্বৈরথেও।

ইতিহাস বিবেচনায় বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে টেস্টে না পারলেও ওয়ানডে ও টি-টুয়েন্টিতে পাকিস্তানকে বেশ কয়েকবার হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৩৭টি ওয়ানডে খেলে ৩২টিতেই হেরেছে বাংলাদেশ, বিপরীতে জয়ের দেখা পেয়েছে মাত্র ৫ ম্যাচে। বাংলাদেশের ৫ জয়ের ৪টিই এসেছে সর্বশেষ ৫ ম্যাচে। এছাড়া বিশ্বকাপে এ দুই দল ২ বার মুখোমুখি হয়ে সমান একটি করে জয় পেয়েছে।

অন্যদিকে, দুই দল টি-টুয়েন্টি খেলেছে ১০টি। এরমধ্যে ৮টিতে জয় পেয়েছে পাকিস্তান আর বাংলাদেশ জিতেছে ২টিতে। বাংলাদেশের দুটি জয়ই সর্বশেষ তিন ম্যাচে এসেছে।

টেস্টে এখনো পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। ১০টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে মাত্র একটি, বাকি ৯টিই হেরেছে। এর মধ্যে চারটি টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে।

বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ (ওয়ানডে)

ওয়ানডে টি-টুয়েন্টি টেস্ট

জয় পাকিস্তান- ৩২ বাংলাদেশ- ৫

জয় পাকিস্তান- ৮ বাংলাদেশ- ২ জয় পাকিস্তান- ৯ বাংলাদেশ- ০
সর্বোচ্চ স্কোর পাকিস্তান- ৩৮৫/৮ বাংলাদেশ- ৩২৯/৬ সর্বোচ্চ স্কোর পাকিস্তান- ২০৩/৫ বাংলাদেশ- ১৭৫/৬ সর্বোচ্চ স্কোর পাকিস্তান- ৬২৮/১০ বাংলাদেশ- ৫৫৫/৬
সর্বনিন্ম স্কোর বাংলাদেশ- ৮৭/১০ পাকিস্তান- ১৬১/১০ সর্বনিন্ম স্কোর বাংলাদেশ- ৮৫/৯ পাকিস্তান- ১২৯/৭ সর্বনিন্ম স্কোর বাংলাদেশ- ৯৬/১০ পাকিস্তান- ১৭৫/১০

সর্বোচ্চ রান মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান) ১৮ ম্যাচে ৮৯৩ তামিম ইকবাল(বাংলাদেশ) ১৭ ম্যাচে ৬৮৪

সর্বোচ্চ রান সাকিব আল হাসান (বাংলাদেশ) ৯ ম্যাচে ২৯২ মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৮ ম্যাচে ১৯৩

সর্বোচ্চ রান

মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৭ ম্যাচে ৬৫০ হাবিবুল বাশার (বাংলাদেশ) ৬ ম্যাচে ৫৫৪

ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস সালমান বাট (পাকিস্তান)- ১৩৬ তামিম ইকবাল (বাংলাদেশ)- ১৩২ ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস আহমেদ শেহজাদ (পাকিস্তান)- ১১১* সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৪

ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস আজহার আলী (পাকিস্তান)- ২২৬ তামিম ইকবাল (বাংলাদেশ) ২০৬

সর্বোচ্চ শতক মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান)- ৩টি তামিম ইকবাল (বাংলাদেশ)- ২টি

সর্বোচ্চ অর্ধশতক সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩টি আহমেদ শেহজাদ (পাকিস্তান)- (১টি শতক+১টি অর্ধশতক)

সর্বোচ্চ শতক ইউনুস খান (পাকিস্তান)- ৩টি তামিম, ইমরুল, সাকিব, বাশার (বাংলাদেশ)- ১টি

সর্বোচ্চ উইকেট শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ২১ ম্যাচে ৩২ উইকেট সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১৬ ম্যাচে ২১ উইকেট

সর্বোচ্চ উইকেট শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ১০ ম্যাচে ১০ উইকেট সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৭ ম্যাচে ৭ উইকেট সর্বোচ্চ উইকেট দানিশ ক্যানেরিয়া (পাকিস্তান)- ৫ ম্যাচে ৩৪ উইকেট মোহাম্মদ রফিক (বাংলাদেশ)- ৩ ম্যাচে ১৭ উইকেট
ইনিংস সেরা বোলিং আবদুল রাজ্জাক (পাকিস্তান)- ৯.৫-০১-৩৫-৬ মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ১০-০০-৭৫-৫ ইনিংস সেরা বোলিং মনসুর আমজাদ (পাকিস্তান)- ১-০-০৩-৩ আল আমিন (বাংলাদেশ)- ৪-০০-২৫-৩ ইনিংস সেরা বোলিং দানিশ ক্যানেরিয়া (পাকিস্তান)- ১৯.৪-০৪-৭৭-৭ মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৪০.৫-০৭-৮২-৬

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড