• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

২ কোটি রুপিসহ ভারতীয় ১১ জুয়াড়ি গ্রেপ্তার

  ক্রীড়া ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৪:৪৪
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ, ২ কোটি রুপিসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ, ২ কোটি রুপিসহ ১১ জুয়াড়ি গ্রেফতার (ছবি : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস)

সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে জুয়া খেলাকে কেন্দ্র করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে ১১ জন জুয়াড়িকে। গণমাধ্যমকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনার একে সিংলা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে একে সিংলা জানান, তাদের কাছ থেকে দুই কোটি রুপিও উদ্ধার করা হয়েছে। এছাড়া জুয়াড়িদের কাছ থেকে দুটি টেলিভিশন, ৭টি ল্যাপটপ ও ৭০টি মোবাইল ফোন জব্দ করে ব্রাঞ্চের সদস্যরা। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে জুয়ার আসর বসায় জুয়াড়িরা।

ঘটনাটি ঘটে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে। এই ম্যাচ চলাকালীন লম্বা সময় ধরে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের নজরে ছিল এসব অপরাধীরা। পুলিশের বরাত দিয়ে জানা যায়, ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে ১১ জুয়াড়িকে।

আরও পড়ুন : দুর্দান্ত জয়ে সিরিজ জিতল ভারত

ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারায় ভারত। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। মূলত রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে চড়ে সিরিজ জয়ের স্বাদ পায় ভারত।

উল্লেখ্য, ক্রিকেটে একের পর এক সাফল্য পেলেও দুর্নীতিমুক্ত হতে পারছে না ভারতীয় ক্রিকেটাঙ্গন। এই ঘটনায় ফের প্রমাণ মিলল। ভারতীয় এক জুয়াড়ির (মায়াঙ্ক আগারওয়াল) কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সাকিব তা আইসিসির কাছে না বলায় দুই বছরের নিষেধাজ্ঞায় আছেন। যা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতি।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড