• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফলোঅনের লজ্জা পেল দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৫:৫৫
ডি কক
ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ২০৮ রান। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ভ্যারনন ফিলান্ডার। এ দুই ব্যাটসম্যান আগের দিনে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আশাও জাগিয়েছিলেন ফলোঅন এড়ানোর। তবে চতুর্থ দিনে করলেন হতাশ। এ দিন আর কোনো রান যোগ না করেই আউট হয়ে দলকে বিপর্যয়ে ফেলেন তারা। স্কোরবোর্ডে এক রান যোগ হতেই বাকি দুই ব্যাটসম্যানও ফিরে যান। ফলে ফলোঅনের লজ্জা পায় স্বাগতিকরা।

আগের দিনই অখ্যাত স্পিনার ডোমিনিক বেজের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয় দক্ষিণ আফ্রিকা। ১০৯ রান তুলতেই পাঁচ উইকেট হারায় তারা। আর পাঁচ উইকেটই শিকার করেন বেজ। এরপর প্লেসির দল ১৫৪ রানে ষষ্ঠ উইকেট হারায়। নাইটওয়্যাচ ম্যাচ হিসেবে ব্যাটিংয়ে নেমে ২৩ ঘণ্টা ক্রিজে থাকা নর্টজেকে আউট করেন বেন স্টোকস। সপ্তম উইকেট জুটিতে দলের হাল ধরেন ডি কক ও ফিল্যান্ডার। তাদের দৃঢ়তায় তৃতীয় দিন আর কোনো উইকেট পড়েনি।

চতুর্থ দিনের শুরুতেই তাণ্ডব চালান ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড। ফিল্যান্ডার, কেশব মাহারাজ ও রাবাদাকে আউট করে প্রোটিয়াদের গুঁড়িয়ে দেন। আর ডি কককে ফেরান স্যাম কারান। প্রোটিয়াদের ইনিংস থামে ২০৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ডি কক। ২৯০ রানের বড় লিড পায় জো রুটের দল।

ফলোঅনে পড়ায় প্রোটিয়াদের আবারও ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা বিনা উইকেটে ১৫ রান তুলতেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আম্পায়ার মধ্যাহ্নভোজের বিরতি দেন।

এর আগে, পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। বেন স্টোকস ও ওলি পোপের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৯৯ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারী দল। স্টোকস ১২০ রান করে আউট হলেও ১৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন পোপ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড