• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২০, ০২:২৯
মুশফিকুর রহীম
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

তিন ধাপে টি-টুয়েন্টি, টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও যাচ্ছেন না দলের অন্যতম সিনিয়র সদস্য মুশফিকুর রহীম। এতদিন বিষয়টি মৌখিকভাবে জানালেও এবার লিখিতভাবে পাকিস্তান না যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি।

বিসিবিও মুশফিকের মতামতকে সম্মান জানিয়েছে। সে সঙ্গে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছে ঠিক কী কারণে পাকিস্তান যাবেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী রয়্যালসের কাছে ২১ রানে হেরে শিরোপা ছোঁয়ার স্বপ্নভঙ্গ হয় মুশফিকের দল খুলনা টাইগার্সের। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন খুলনার কাপ্তান। এ সময় বিপিএলে থেকেও পাকিস্তান ইস্যুতে সাংবাদিকরা মুশফিককে বেশি প্রশ্ন করেন।

মুশফিকের কাছে জানতে চাওয়া হয়, বিসিবি যেহেতু দলের সফর নিশ্চিত করেছে। সেহেতু মুশফিকও কি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? জবাবে মুশফিক বলেন, ‘আমার সিদ্ধান্ত পাল্টানোর প্রশ্নই আসে না। আমি তো অনেক আগেই জানিয়ে দিয়েছি আমি পাকিস্তান যাব না।’

এ কথা বলার পাশাপাশি তিনি যে লিখিতভাবে জানিয়েছেন, সেটা জানাতেও ভুল হলো না। মুশফিক যোগ করেন, ‌‌‘আমি পাকিস্তান না যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে বোর্ডকে লিখিতও জানিয়েছি। জানিয়েছি, আমার পক্ষে পাকিস্তানে খেলতে যাওয়া সম্ভব নয়।’

সেটা কি নিরাপত্তার ঝুঁকির কারণে? মানে আপনি কি পাকিস্তানে যাওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করেই যেতে নারাজ। এ প্রসঙ্গে আপনার ব্যাখ্যা কী? এ প্রশ্ন ওঠার পর মনে হলো মুশফিক প্রশ্নকর্তা সাংবাদিকের ওপর একটু চটে গেলেন। উত্তর দিতে গিয়ে বলে ওঠেন- ‘আপনিই বলেন, আর কী কারণ থাকতে পারে? আপনিই বলুন।’

পরে অবশ্য এ নিয়ে আরও প্রশ্ন উঠেছে। তখন বেশ গুছিয়েই জবাব দিয়েছেন মুশফিক। তিনি জানান, মূলত পরিবারের কারণেই পাকিস্তানে যেতে চাচ্ছেন না। তার পরিবার দেশে উদ্বেগ, উৎকন্ঠায় থাকবে, আর তিনি পাকিস্তানে গিয়ে খেলবেন এবং স্বাভাবিক পারফর্ম করবেন- সেটা কোনোভাবেই সম্ভব নয়।

মুশফিক বলেন, ‘আমার পরিবার পাকিস্তানে খেলতে যাওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করে। তারা আমাকে যেতে দিতে চায় না। তারা আমাকে মিস করবে। আমার কথা ভেবে চিন্তায় অস্থির হবে। আমি তো আর তাদের শঙ্কা ও উদ্বেগের ভেতর ফেলে পাকিস্তান সফরে খেলতে যেতে পারি না। সেখানে গিয়ে আমি স্বস্তিতে থাকতে পারতাম না। আমার পক্ষে স্বাভাবিক পারফর্ম করা সম্ভবও হতো না।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড