• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান সফরের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ২২:০৪
তামিম
অনুশীলনে রাহি তামিম, লিটন (ফাইল ছবি)

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৪ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এ সফরের দল ঘোষণার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে দেশসেরা ওপেনার তামিম ইকবালের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা জেগেছে। যদিও বোর্ডের প্রত্যাশা, সিরিজের আগেই সুস্থ হয়ে যাবেন তামিম।

বঙ্গবন্ধু বিপিএলে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে বিদায় নেয় তামিমের ঢাকা। ফলে শেষ হয় তামিমের বিপিএল মিশন। টুর্নামেন্ট চলাকালীনই সফট টিস্যু ইনজুরিতে পড়েন তামিম। চিকিৎসা চললেও তখন খেলতে সমস্যা হয়নি। তবে এখন ইনজুরি আগের চেয়ে বেড়েছে।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি তামিমের ইনজুরির ব্যাপারে জানান, ‘তামিমের একটা সফট টিস্যু ইনজুরি আছে। ট্রিটমেন্ট চলছে, আজকে থেকে আমাদের ফিজিও জুলিয়ানের তত্ত্বাবধানে আছে। বিপিএল চলাকালীন হয়েছে এটা। যখন সে অসুস্থ ছিল। খেলা চালানোর জন্য ঠিকঠাক ছিল, এখন একটু বেড়ে গেছে।’

তামিমের সুস্থ হতে কত দিন লাগবে তা নিশ্চিত করে বলতে পারেননি দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘বলা কঠিন কতদিন লাগতে পারে। তবে স্ক্যান করেছি ওখানে কোনো সমস্যা নাই। আশা করছি সমস্যা হবে না।’

বিসিবির চিকিৎসকের আশা, পাকিস্তান সিরিজের আগেই সুস্থ হবেন তামিম। তিনি বলেন, ‘স্ক্যানে বড় কোনো সমস্যা নাই। জুলিয়ানের অধীনে ও ট্রিটমেন্ট নিচ্ছে। সম্ভাবনা কতটুক কী এসব বলার সময় এখনো আসেনি। আরও কয়েকটা দিন যাক, আমাদের হাতে তো সময় আছেই। যেহেতু বড় কোনো সমস্যা নাই আমি আশা করছি খুব একটা সময় লাগবে না। কিন্তু আগে থেকে ধারণা করতে পারছি না এটা হলো কথা। আশা করছি তার আগেই পাওয়া যাবে। স্ক্যানে কিছু পাওয়া যায়নি বলে আশাটা বেশি করছি আর কী।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড