• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ ধোনি

  ক্রীড়া ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৭:০৩
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি (ছবি: সংগৃহীত)

ক্যারিয়ারের শেষ সময়ে যেন এক বিন্দুতে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ও ভারতের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মহেন্দ্র সিং ধোনি। প্রতিদিনই এ দুইজনকে অবসর নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আবারও দুইজনকে এক জায়গায় দাঁড় করাল দুই দেশের ক্রিকেট বোর্ড। দুইজন থাকছেন না নিজ নিজ বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৭ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিসিআই। সর্বশেষ চুক্তিতে এ ক্যাটাগরিতে থাকলেও এবার চুক্তি থেকেই বাদ পড়েছেন ধোনি। অন্যদিকে চুক্তিতে জায়গা পেয়েছেন নতুন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- মায়াঙ্ক আগারওয়াল, দীপক চাহার, শ্রেয়াস আইয়ার, নবদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর।

বিসিসিআইয়ের নতুন চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। এ তিনজন হলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাহ। তারা পাবেন বাৎসরিক ৭ কোটি রুপি। এছাড়া চুক্তিতে এ ক্যাটাগরিতে থাকা ১১ ক্রিকেটার পাবেন ৫ কোটি রুপি, বি ক্যাটাগরি থাকা ৫ ক্রিকেটার পাবেন ৩ কোটি রুপি ও সি ক্যাটাগরিতে থাকা ৮ ক্রিকেটার পাবেন ১ কোটি রুপি।

নতুন চুক্তিতে চমক দেখিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। প্রথমবার চুক্তিতে সুযোগ পেয়েই বি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এ ক্রিকেটার। এছাড়া আগের চুক্তিতে সি ক্যাটাগরিতে থাকা ঋদ্ধিমান সাহা নতুন চুক্তিতে রয়েছেন বি ক্যাটাগরিতে। এছাড়া বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছেন লোকেশ রাহুল।

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তি

গ্রেড ‘এ প্লাস’ (৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ

গ্রেড ‘এ’ (৫ কোটি রুপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ।

গ্রেড ‘বি’ (৩ কোটি রুপি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল।

গ্রেড ‘সি’ (১ কোটি রুপি): কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড