• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা

  ক্রীড়া ডেস্ক

১০ জানুয়ারি ২০২০, ১৬:৩০
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে হলে মালিঙ্গাদের সামনে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই।

ম্যাচের আগেই অবশ্য দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের তারকা পেসার উসুরু উদানা। তার পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০১৮ সালের পর প্রথমবারের মতো টি-টুয়েন্টি খেলবেন এ অলরাউন্ডার। এছাড়া অনুশীলনে চোট পেয়েছেন ওশাদা ফার্নান্দোও। তবে তার চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। লঙ্কানরা দ্বিপক্ষীয় সিরিজের কোনো ফরম্যাটে গত ১০ বছরে ভারতকে হারাতে পারেনি। এ সিরিজেও ইতোমধ্যেই হার এড়িয়েছে ভারত। ফলে শেষ ম্যাচ জিতে অন্তত ড্র নিয়েই বাড়িতে চাইবে মালিঙ্গার দল।

আরও পড়ুন : মাশরাফিদের তোপে অল্পতেই আটকে গেল রংপুর

ভারতের একাদশেও আসতে পারে একটি পরিবর্তন। প্রথম ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি ভারতীয় বোলার কুলদীপ যাদব। ২ উইকেট পেলেও চার ওভারে রান দিয়েছেন ৩৮। তার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন যুজবেন্দ্র চাহাল। তিন ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন লোকেশ রাহুল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়াররা। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন শিখর ধাওয়ান ও জাসপ্রিত বুমরাহ। সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করেছেন শিভম দুবে, শার্দূল ঠাকুরের মতো তরুণরা। ফলে ম্যাচে এগিয়ে থাকবে ভারতই।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : দানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।

ভারতের সম্ভাব্য একাদশ : শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত (উইকেটরক্ষক), শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড