• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তান চায় টেস্ট; বাংলাদেশ টি-টুয়েন্টি : পাপন

  ক্রীড়া ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ২২:৪৪
নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন (ছবি : সংগৃহীত)

আসন্ন পাকিস্তান সফর নিয়ে তালগোল পেকে আছে বেশ ভালোভাবেই। যাওয়া না যাওয়া নিয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূর্বের ঘোষণা অনুযায়ী ধারণা করা হচ্ছিল আজই জানা যাবে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত। তবে বুধবারও (৮ জানুয়ারি) আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।

বাংলাদেশ দল চায় টি-টুয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরতে আর পাকিস্তান চায় গোটা দুই ফরম্যাটের সবগুলো ম্যাচ খেলেই দেশে ফিরুক টাইগাররা। বুধবার সকালে পাকিস্তানের জাতীয় দৈনিক ‘দ্য ডন’ জানায়, আজকের ভেতরই সিদ্ধান্ত জানাবে বিসিবি।

এদিন সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে পরিচালকদের সঙ্গে মিটিং চলে দুই ঘণ্টা যাবত। যেখানে ডাকা হয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। ডাকা হয় তরুণ অল-রাউন্ডার সাইফউদ্দিনকেও।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি বস। জানান, কী নিয়ে আলাপ হয়েছে, কী সিদ্ধান্ত হয়েছে। পাপন যা বললেন, তাতে নির্দিষ্ট করে কিছুই বলেননি বলা যায়। তবে এটুকু নিশ্চিত করেছেন, পাকিস্তান সফর করবে বাংলাদেশ তবে সেটা টেস্ট খেলতে না কি টি-টুয়েন্টি খেলতে যাবে তা জানা যাবে আগামীকাল।

‘আমরা এজেন্সি থেকে যা যা রিপোর্ট পাওয়ার পেয়েছি তারপরও আলাপ-আলোচনা বাকি আছে। আশা করি কালকের মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারব।’ বলেন পাপন।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড