• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের দুঃসময়ে বাংলাদেশের সাহায্য চাইলেন মিয়াঁদাদ

  ক্রীড়া ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৮:১৪
জাভেদ মিঁয়াদাদ
পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মিঁয়াদাদ (ছবি : সংগৃহীত)

পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ খেলতে চাইলেও টেস্ট সিরিজ খেলবে না, এটা বরাবরই বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ খেলতে চাইছে।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, তাদের মাটিতেই বাংলাদেশকে খেলতে হবে টেস্ট। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। এ অবস্থায় পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের চাওয়া বাংলাদেশ পাকিস্তান সফরে আসুক। দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।

মিয়াঁদাদ বলেন, ‘সিরিজ খেলার জন্য পাকিস্তান পুরোপুরি নিরাপদ। এই কথাটি আমরা বারবারই বলে আসছি।’ পাকিস্তানের ক্রিকেটের দুঃসময়ে বাংলাদেশের এগিয়ে আসা উচিত বলে মনে করেন মিয়াঁদাদ। বাংলাদেশকে ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ যেন সিরিজ বাতিল না করে, বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের মতো।’

তিনি আরও বলেন, ‘ওদের ক্রিকেটে যখন নাজুক অবস্থা ছিল, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই বাংলাদেশেরও উচিত পাকিস্তানে এসে সিরিজ খেলার মধ্য দিয়ে এই দেশকে সাহায্য করা। প্রতিবেশী এই দুই দেশের উচিত হবে ক্রিকেটের ব্যাপারে একে অন্যকে সাহায্য করা।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড