• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুমরাহদের দাপটে অল্পতেই আটকে গেল শ্রীলঙ্কা

  ক্রীড়া ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ২১:২৪
জাসপ্রিত বুমরাহ
বুমরাহ বলে আউট হন দাসুন শানাকা (ছবি: সংগৃহীত)

হলকার ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে মালিঙ্গা বাহিনী। ২০ ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে তারা।

সিরিজের প্রথম ম্যাচে শুধু টস হয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির কারণে সে দিন ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং নেন কোহলি। তবে এ দিন ম্যাচ মাঠে গড়ায়।

ব্যাটিংয়ে নেমে শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ ও নবদীপ সাইনিদের বোলিংয় তোপে সুবিধা করতে পারেনি সফরকারীরা। সেট হয়েও আউট হয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা। দানুস্কা গুনাথিলাকা ২০, আভিস্কা ফার্নান্দো ২২, কুশল পেরেরা ৩৪ ও ধনঞ্জয় ডি সিলভা ১৭ রান করে আউট হন। ভানিন্দু হাসারাঙ্গা ১৬ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন : লড়াইয়ের পুঁজি পেল রাজশাহী

ইনিংসে ভারতের হয়ে বোলিং করা পাঁচজন বোলারই উইকেটের দেখা পান। সর্বোচ্চ ৩ উইকেট পান শার্দূল ঠাকুর। নবদীপ সাইনি ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট। বাকি দুটি উইকেট ভাগ করে নেন জাসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড