• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হলেন বেন স্টোকস

  ক্রীড়া ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০৯
২০১৯ সালে বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হলেন বেন স্টোকস
২০১৯ সালে বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হলেন বেন স্টোকস(ছবি : সংগৃহীত)

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)'র ২০১৯ সালের বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। এছাডা বর্ষসেরা ক্রীড়া দল হিসেবেও নির্বাচিত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স ও অ্যাশেজে (হেডিংলি টেস্ট) এক ম্যাচে ইংল্যান্ডকে একাই জয় এনে দেওয়ার সুবাদে এই পুরস্কারে ভূষিত হলেন স্টোকস। এরই সাথে ১৪ বছর পর বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যাক্তিত্ব নির্বাচিত হলেন কোনো ক্রিকেটার। সর্বশেষ অ্যান্ড্রু ফ্লিনটফ ২০০৫ সালে সর্বশেষ বিবিসির ক্রীড়াব্যাক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন।

বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের দৌড়ে স্টোকসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লুইস হ্যামিলটন। এছাড়া তৃতীয় হয়েছেন স্প্রিন্টার দিনা অ্যাশার স্মিথ।

বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্টোকস বলেন, ‘এটা একটা ব্যক্তিগত পুরস্কার, তবে আমি খেলি দলীয় খেলা। এর সবচেয়ে সেরা দিক হলো, আমি নিজের বিশেষ সময়গুলো সতীর্থ, স্টাফ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আমি এই পুরস্কারটা একা নিতে এসেছি কিন্তু এর পেছনে সবার অবদান রয়েছে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড