• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোসিয়েদাদের সঙ্গে মেসিকে নিয়েই মাঠে নামবে বার্সা

  ক্রীড়া ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:০০
লা লিগা
বার্সেলোনা ফুটবল দল (ছবি : সংগৃহীত)

স্প্যানিশ লা লিগায় আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে কাতালান জায়ান্ট এফসি বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের মাঠ এটি বার্সার অ্যাওয়ে ম্যাচ। তিনদিন পরই আবার এল ক্লাসিকো। তাইতো পুরো আত্মবিশ্বাস সঞ্চয় করতে চায় বর্তমান চ্যাম্পিয়ন দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়, ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।

লিগ টেবিলের শীর্ষে থেকেই সোসিয়েদাদের আতিথ্য নেবে বার্সা। যদিও সমান ম্যাচে সমানসংখ্যক পয়েন্ট সংগ্রহ করেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এ ম্যাচে একটি জয়ই এনে দিতে পারে বার্সাকে এককভাবে শীর্ষস্থানে থেকে দিন শেষ করার স্বস্তি। কারণ বার্সেলোনার ম্যাচ শেষ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাঠে নামবে মাদ্রিদের জায়ান্টরা।

গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণশক্তির দলই মাঠে নামানোর সুবিধা পাচ্ছে বার্সেলোনা। ইনজুরি থেকে ফিরে আস্তে আস্তে নিজের চেনারূপে দেখা যাচ্ছে ডিফেন্ডার উমতিতিকে। লিওনেল মেসির সাম্প্রতিক ফর্মও আশা জাগাচ্ছে ভালো কিছু নিয়েই ফেরার ব্যাপারে। পিকে ও রবার্তোও ফিরছেন এ ম্যাচে। সোসিয়েদাদের বিপক্ষে খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে জিতেছে মেসিরা। তাই আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই কাতালানদের।

স্কোয়াড : টের স্টেগান, রবার্তো, পিকে, লংলে, আলবা, রাকিতিচ, বুসকেটস, ডি ইয়ং, মেসি, সুয়ারেজ ও গ্রিজম্যান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড