• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেপালে ইতিহাস গড়ল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ২১:০৬
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল
স্বর্ণ জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

সাউথ এশিয়ান (এসএ) গেমসে এখন পর্যন্ত ১৯টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের এটিই সর্বোচ্চ সাফল্য। এর আগে ২০১০ সালে নিজ দেশে ১৮টি স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এছাড়া ১৯৯৫ সালে মাদ্রাজে অনুষ্ঠিত সাফ (বর্তমান এসএ) গেমসে দেশের বাইরে এক আসরে সর্বোচ্চ সাত স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।

এসএ গেমসের চলতি আসরে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দেন দিপু চাকমা। এরপর আসরের নবম দিনে পুরুষ ক্রিকেট দলের হাত ধরে আসে ১৯ নম্বর স্বর্ণ। ১৯টি স্বর্ণের মধ্যে আর্চারি থেকেই এসেছে ১০টি স্বর্ণ। এছাড়া কারাতেতে ৩টি, ভারোত্তোলনে ২টি, ক্রিকেটে ২টি, তায়কোয়ান্দোতে ১টি, ফেন্সিংয়ে ১টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

আসরের দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণের দেখা পায় বাংলাদেশ। দিপু চাকমার হাত ধরে আসে কাঙ্ক্ষিত সাফল্য। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসেতে ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জেতেন দিপু। এরপর দেশকে দ্বিতীয় স্বর্ণ উপহার দেন আল আমিন। কারাতের কুমিতে ৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন এ অ্যাথলেট। বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ স্বর্ণও জিতে কারাতে ইভেন্ট থেকে। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেন মারজানা আক্তার প্রিয়া। এরপর কারাতে ৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে দেশের হয়ে এবারের আসরে প্রথম পদকও জিতেছিলেন অন্তরা। যদিও সেটি ব্রোঞ্জ ছিল।

এরপর চারদিন স্বর্ণ বঞ্চিত থাকে বাংলাদেশ। চারদিন পর দেশকে পঞ্চম স্বর্ণ উপহার দেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন মাবিয়া আক্তার সীমান্ত। গত আসরেও স্বর্ণ জিতেছিলেন সীমান্ত। এদিন ভারোত্তোলনে আরও একটি স্বর্ণ জিতে বাংলাদেশ। ভারোত্তোলনের ৯৬ কেজি শ্রেণিতে স্বর্ণ জিতেন জিয়ারুল ইসলাম। এছাড়া সপ্তম দিনে আরও একটি স্বর্ণ পদকের দেখা পায় বাংলাদেশ। দেশকে সপ্তম স্বর্ণ এনে দেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে তিনি স্বর্ণ জিতেন।

তবে এ আসরে বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যে আর্চারির অবদানই বেশি। দুইদিনে আর্চারি থেকে ১০টি স্বর্ণ জিতে বাংলাদেশ। আর্চারির ১০টি ইভেন্টে অংশ নিয়ে ১০টিতেই স্বর্ণ জিতেছে বাংলাদেশের আর্চাররা, যা একটি রেকর্ডও।

রবিবার (৮ ডিসেম্বর) পুরুষ ও নারীর দুইটি রিকার্ভে স্বর্ণ জয়ের পর রিকার্ভ মিশ্র ইভেন্টেও স্বর্ণ পদকের দেখা পায় বাংলাদেশ। এছাড়া আর্চারির চতুর্থ সোনাটি আসে ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে আর মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে পঞ্চম সোনা। শেষ দিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে এসেছে আর্চারির ষষ্ঠ সোনা। এছাড়া এ দিন আর্চারি ছাড়াও একটি স্বর্ণ জিতে বাংলাদেশ। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে স্বর্ণ পদক জিতেন সালমা খাতুনরা। ১৪টি স্বর্ণ পদক নিয়ে আসরের অষ্টম দিন শেষ করে বাংলাদেশ।

নবম দিনে আর্চারি থেকে আরও চারটি স্বর্ণের দেখা পায় বাংলাদেশ। দিনটা শুরু হয় সুমা বিশ্বাসের স্বর্ণের হাসি দিয়ে। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এরপর পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে স্বর্ণে নিশানা লাগিয়েছেন সোহেল রানা।

এই দুই আর্চারের পর নিখুঁত লক্ষ্যভেদে দিনের তৃতীয় স্বর্ণ আনলেন ইতি খাতুন। মেয়েদের রিকার্ভ এককে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ পদক জেতেন তিনি। শেষ স্বর্ণ জিতেছেন রোমান সানা। রিকার্ভ পুরুষ ইভেন্টে ভুটানের কিনলে থিশারিনকানে হারিয়ে স্বর্ণ জিতলেন রোমান সানা। ফলে বাংলাদেশের স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়ায় ১৮তে। এরপর দেশকে ১৯তম স্বর্ণ উপহার দেয় সৌম্য সরকাররা। পুরুষ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ জিতে তারা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড