• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিয়ান সেরি আ

প্রথম ধাক্কা খেল রোনালদোর জুভেন্তাস

  ক্রীড়া ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪
রোনালদো
রোনালদো (ছবি : সংগৃহীত)

ইতালিয়ান সেরি আ লিগে চলতি মৌসুমের প্রথম হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শুরুতে এগিয়ে গেলেও ম্যাচশেষে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মারিও সারির দল।

শনিবার (৭ ডিসেম্বর) ল্যাজিওর বিপক্ষে জিতলেই ইন্টার মিলানকে টপকে দখল করা যাবে লিগ টেবিলের শীর্ষস্থান। এমন সমীকরণের ম্যাচে ২৫তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় তুরিনের বুড়িরা।

পিছিয়ে পড়ে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করতে থাকে ল্যাজিও। সাফল্যের দেখা মেলে বিরতির ঠিক আগে। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস আলবের্তোর ক্রসে হেডে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে।

সমতায় প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে বড় ধাক্কা খায় জুভেন্তাস। প্রতিপক্ষের মিডফিল্ডার মানুয়েল লাজ্জারিকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন হুয়ান কুয়াদরাদো।

১০ জনে নেমে যাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় গোল খেয়ে বসে টানা আটবারের চ্যাম্পিয়নরা। ৭৪তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের লম্বা উঁচু করে বাড়ানো বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন সার্বিয়ার মিডফিল্ডার সাভিচ।

ম্যাচে ফিরতে মরিয়া জুভেন্তাস ৭৯তম মিনিট পাওলো দিবালাকে বসিয়ে তারই স্বদেশি হিগুয়াইনকে নামায়। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।

উল্টো যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোল হজম করে তুরিনের বুড়িরা। ল্যাজিওর প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ঠেকানোর পর জোরালো ভলিতে স্কোরলাইন ৩-১ করেন একুয়েডরের ফরোয়ার্ড কাইসেদো।

১৫ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্তাস। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। আর ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ল্যাজিও।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড