• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিষেধাজ্ঞা কমলো চেলসির

  ক্রীড়া ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ২১:১০
চেলসি
চেলসি ফুটবল ক্লাব (ছবি: সংগৃহীত)

দলবদলে অনিয়মের অভিযোগে এক মৌসুমের নিষেধাজ্ঞা পেয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। ফলে গত দুই দলবদলে ফুটবলার কিনতে পারেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি পেল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে চেলসির নিষেধাজ্ঞা কমানো হয়েছে। এ রায়ে চেলসির নিষেধাজ্ঞা কমে অর্ধেক হয়েছে। ফলে আগামী জানুয়ারির দলবদলে ফুটবলার কিনে নিজের ঘর গোছানো সুযোগ পাবেন চেলসি কোচ ল্যাম্পার্ড।

তরুণ ফুটবলারদের সঙ্গে চুক্তিতে অনিয়ম করেছিল চেলসি। আর এ কারণে প্লেয়ার কেনায় এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিল তারা। যার ফলে ২০২০ সালের গ্রীষ্মকালীন দলবদল পর্যন্ত ফুটবলার কেনা থেকে বিরত থাকতে হতো তাদের। এছাড়া ৫ লাখ ৪৬ হাজার ইউরোও জরিমানা করা হয়েছিল। ফলে দলের সেরা তারকা ইডেন হ্যাজার্ড চলে গেলেও তার পরিবর্তে কোনো ফুটবলার কিনতে পারেনি ল্যাম্পার্ড।

মেয়াদ শেষ না হতেই আন্তর্জাতিক ক্রীড়া আদালত এক বিবৃতিতে চেলসির নিষেধাজ্ঞা কমিয়েছে। এছাড়া জরিমানার অঙ্কও কমানো হয়েছে। ফলে ২ লাখ ৭৩ হাজার ইউরো জরিমানা দিলেই আগামী দলবদলে অংশ নিতে পারবে ক্লাবটি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড